আপনি এখন আছেন- Home >>>Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh কৃষ্টি ও সংস্কৃতি
Back | Main Page
Job Digest General Knowledge Bangladesh কৃষ্টি ও সংস্কৃতি

Job Digest General Knowledge Bangladesh কৃষ্টি ও সংস্কৃতি

by Farhana Rahim on 2024-08-15 12:45:52 Last Updated by Farhana Rahim on2024-08-15 12:45:52

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1114


কৃষ্টি ও সংস্কৃতি

# ‘গম্ভীরা’ বাংলাদেশের যে অঞ্চলের গান— চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী)।
# ‘চটকা’ ও `ভাওয়াইয়া' বাংলাদেশের— রংপুর অঞ্চলের গান। ভাটিয়ালি বাংলাদেশের— ময়মনসিংহের গান।
# ঢাকা, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম— জারি।
# ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার— আব্দুল গাফফার চৌধুরী, গানটির প্রথম সুরকার— আব্দুল লতিফ, বর্তমান সুরকার— আলতাফ মাহমুদ।
# বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি— নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। লোকশিল্প জাদুঘর এর বর্তমান নাম— জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।
# দুর্ভিক্ষের উপর ‘ম্যাডোনা-৪৩’ ছবিটি এঁকেছেন— জয়নুল আবেদিন।
# প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি এঁকেছেন— কামরুল হাসান।
# বাংলাদেশের যে সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন— ওস্তাদ আয়াত আলী খান।
# বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক— আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।
# বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী— বুলবুল চৌধুরী।
# বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী— শিল্পাচার্য জয়নুল আবেদিন।
# বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী— অলক রায়।
# বৈরাগীর ভিটা অবস্থিত— করতোয়া নদীর তীরে বগুড়ার মহাস্থানগড়ে। বৈরাগীর চাল অবস্থিত— গাজীপুর জেলার শ্রীপুরে।
# উয়ারী বটেশ্বর ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ অবিষ্কৃত বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নরসিংদীর বেলাবোতে অবস্থিত উয়ারি বটেশ্বর এ পাওয়া গেছে ১৪০০ বছরের প্রাচীর নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির।
# সপ্তদশ শতাব্দীতে শায়েস্তা খান নির্মিত সাত গম্বুজ মসজিদটি  (মূলতঃ গম্বুজ সংখ্যা তিনটি) ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত।
# শালবন ও আনন্দ বিহার কুমিল্লার- ময়নামতিতে সোমপুর বিহার নওগাঁর- পাহাড়পুর সীতাকোট বিহার- দিনাজপুর মহামুনি বিহার চট্টগ্রামের- রাউজানে এবং ভাসু বিহার বগুড়া- মহাস্থানগড়ে অবস্থিত।
# কুসুম্বা মসজিদ অবস্থিত— নওগাঁয়, বাঘা মসজিদ অবস্থিত— রাজশাহীতে।
# কান্তজীর মন্দির— দিনাজপুর, রাম মন্দির অবস্থিত— কক্সবাজারের রামু থানায়।
# রামসাগর- দিনাজপুরে নীলসাগর- নীলফামারী তে এবং ধর্মসাগর- কুমিল্লায় অবস্থিত।
# শীলা দেবীর ঘাট, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এবং শাহ সুলতান বলখীর মাজার— মহাস্থানগড়ে।
# উত্তরা গণভবন অবস্থিত— নাটোর জেলায়।
# ইবনে বতুতা ছিলেন— মরক্কোর অধিবাসী।
# পানাম নগর অবস্থিত— সোনারগাঁয়ে।
# বিজ্ঞান জাদুঘর অবস্থিত— ঢাকার আগারগাঁওয়ে।
# বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম— ‘মুখ ও মুখোশ’ পরিচালক— আব্দুল জব্বার খান।
# বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়— ৩রা ডিসেম্বর, ১৯৫৫ সালে। শিল্পকলা শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়— ১লা জুলাই ১৯৭৭ সালে।
# এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘বিশ্বকোষ’ এর নাম— বাংলা পিডিয়া (১০ খন্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়)। সম্পাদক— অধ্যাপক সিরাজুল ইসলাম।
# সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়— ১৮৯৫ সালে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক— হীরালাল সেন। বাংলাদেশের চলচ্চিত্রের জনক— আব্দুল জব্বার খান।
# উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম— জামাইষষ্ঠী।
# বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার— জহির রায়হান। ‘কাঁচের দেয়াল’ বিখ্যাত চলচ্চিত্র— জহির রায়হানের। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র— কখনো আসেনি।
# ‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্র নির্মাতা— তানভীর মোকাম্মেল। ‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক— হুমায়ুন আহমেদ।
# ‘মাটির ময়না’ চলচ্চিত্রের পরিচালক— তারেক মাসুদ।
# বিএফডিসি প্রতিষ্ঠিত হয়— ১৯৫৮ সালে।
# স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র `চাকা' এর নির্মাতা— মোরশেদুল ইসলাম।
# স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’ -এর পরিচালক— তানভীর মোকাম্মেল।
# বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থিত— ঢাকার শাহবাগে। প্রতিষ্ঠিত ৭ই আগস্ট, ২০১৩ সালে।
# মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত— ঢাকার সেগুনবাগিচায়। প্রতিষ্ঠিত ২২শে মার্চ, ১৯৯৬ সালে।
# বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর— চট্টগ্রামের আগ্রাবাদে।
# শালবন বিহার অবস্থিত— কুমিল্লা ময়নামতি লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে।
# শালবন বিহার বিখ্যাত— বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
# ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়— ১৬১০ সালে।
# বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকায় ঢাকায় স্থানান্তর করেন— সুবেদার ইসলাম খান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন— মুর্শিদ কুলি খান।
# শাহ সুলতান বলখী ও শীলাদেবির ঘাঁট— মহাস্থানগড়ে।
# পাঁচ পীরের মাজার— সোনারগাঁয়ে।
# বিখ্যাত ‘তারা মসজিদ’ এর নির্মাতা— মির্জা আহমেদ জান/মির্জা গোলাম পীর।
# গুরুদুয়ারা নানকশাহী যে জন্য বিখ্যাত— সিকদের ধর্মীয় উপসনালয় (অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)।
# ঢাকায় অবস্থিত যে বিহার— শাক্যমুনি বিহার।
# মনপুরা-৭০— একটি চিত্র শিল্পের নাম।
# শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনার স্রষ্টা— মোস্তফা মনোয়ার।
# ‘স্টপ জেনোসাইড’ এর পরিচালক— জহির রায়হান।
# অস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা চলচ্চিত্র— মাটির ময়না।
# মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল— মহাস্থানগড়ে।
# ময়নামতির নিদর্শন— বৌদ্ধ ধর্মের (সপ্তম শতক)।
# ভোজ বিহার অবস্থিত যে জেলায়— কুমিল্লা।
# পরী বিবি ছিলেন— শায়েস্তা খানের কন্যা।
# আহসান মঞ্জিল এর নির্মাতা— নবাব আব্দুল গনি (১৮৭২)।
# সোনারগাঁয়ের নামকরণ করা হয়— ঈশা খানের স্ত্রী সোনা বিবির নাম অনুসারে।
# ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা (গম্বুজের সংখ্যা ৮১টি)— খান জাহান আলী।
# করতোয়া নদীর তীরে অবস্থিত— বগুড়া মহাস্থানগড় পুন্ড্র জনপদের রাজধানী ছিল। এর অপর নাম— পুন্ড্রবর্ধন।
# বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, শীলাদেবীর ঘাট, লক্ষিন্দরের মেধ— মহাস্থানগড়ে অবস্থিত।
# পাঁচ বিবির মাজার, সোনাবিবির মাজার, পঞ্চম পীরের মাজার, গিয়াস উদ্দিন আজম শাহ মাজার, পানাম নগর ও বাংলাদেশের লোকশিল্প জাদুঘর— সোনারগাঁও এ অবস্থিত।
# রাজা মানিক চন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে ঐতিহাসিক স্থান কুমিল্লা জেলার ময়নামতি। শালবন বিহার, আনন্দ বিহার, লালমাই পাহাড়— ময়নামতিতে অবস্থিত।
# পূর্ববর্তী সময়ে আরঙ্গবাদ দুর্গ হিসেবে পরিচিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শাহজাদা মোহাম্মদ আজম শুরু করলো শেষ করেন সুবেদার শায়েস্তা খাঁ।
# লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার (আসল নাম ইরান দুখত)।
# ঢাকার নবাব আব্দুল গনি তার পুত্র আহসানউল্লাহর নামানুসারে ১৮৭২ সালে আহসান মঞ্জিল নির্মাণ করেন।
# বাগেরহাটের খানজাহান আলীর প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ— ষাট গম্বুজ মসজিদ (মোট গম্বুজ ৭৭ + ৪ = ৮১টি)।
# ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা— মির্জা আহমেদ খান।
# ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের নির্মাতা— শায়েস্তা খান।
# নুসরতশাহ নির্মাণ করেন— রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ।
# রামসাগর দীঘি অবস্থিত— দিনাজপুর।
# ‘শিখা অনির্বাণ’ ও ‘শিখা চিরন্তন’ অবস্থিত যথাক্রমে ঢাকা সেননিবাস ও সোহরাওয়ার্দী উদ্যানে।
# বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন— বঙ্গভবন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন— গণভবন।
# কমলাপুর রেলস্টেশনের স্থপতি— বববুই, শিশুপার্ক ও বোটানিকাল গার্ডেন— শামসুল ওয়ারেস।
# বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর— বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী (১৯১০)।
# বাংলাদেশের লোকশিল্প জাদুঘর— সোনারগাঁয়ে।
# বাংলাদেশের প্রাচীনতম পার্ক— বাহাদুরশাহ পার্ক।
# বড় কাটরা ও ছোট কাটরা উভয়ই ঢাকার চকবাজারের অবস্থিত। বড় কাটরা নির্মাতা— শাহ সুজা এবং ছোট কাটরা নির্মাতা— শায়েস্তা খান।
# সীতাকোট বিহার অবস্থিত— দিনাজপুরে।
# ঢাকা গেট এর নির্মাতা— মীর জুমলা।
# হোসনি দালান এর নির্মাতা— মীর মুরাদ।
# ‘মোদের গরব’ অবস্থিত— বাংলা একাডেমি চত্বরে (ভাস্কর- অখিল পাল)।
# বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
# কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি— হামিদুর রহমান।
# অপরাজেয় বাংলার উদ্বোধন করা হয়— ১৬ই ডিসেম্বর, ১৯৭৯, স্থপতি সৈয়দ আব্দুল্লাহ  খালেদ।

ভাস্কর্য

অবস্থান

রক্ত সোপান

রাজেন্দ্রপুর সেনানিবাস

বিজয় কেতন

ঢাকা সেনানিবাস

দুর্জয়    

রাজারবাগ পুলিশ লাইন

প্রত্যাশা

ফুলবাড়িয়া, ঢাকা

চেতনা-৭১

চাঁদপুর

অঙ্গীকার

ঢাকা (শাহবাগ)

শিখা চিরন্তন

সোহরাওয়ার্দী উদ্যান




বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Job Digest General Knowledge Bangladesh কৃষ্টি ও সংস্কৃতি
Tag: Job Digest General Knowledge Bangladesh কৃষ্টি ও সংস্কৃতি
You Also Like