by Farhana Rahim on 2024-06-07 12:00:34 Last Updated by Farhana Rahim on2024-06-07 12:00:34
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1466
প্রয়োগ- অপপ্রয়োগ
লিঙ্গের অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
ত্রিনয়নী |
ত্রিনয়না |
অধিনী |
অধীনা |
সুকেশিনী |
সুকেশ |
অন্সরী |
অন্সরা |
সিংহিনী |
সিংহী |
অনাথিনী |
অনাথা |
পণ্ডিতানী |
পণ্ডিতা |
বিহঙ্গিনী |
বিহঙ্গী |
অর্ধাঙ্গিনী |
অর্ধাঙ্গী |
গাগিনী |
গাগী |
সর্পিনী |
সর্পী |
নির্দোষিণী |
নির্দোষা |
সংযুক্ত বর্ণের অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
কান্ড |
কাণ্ড |
মধ্যাহ্ |
মধ্যাহ্ন |
স্বাস্থ |
স্বাস্থ্য |
ভান্ডার |
ভাণ্ডার |
সায়াহ্ |
সায়াহ্ন |
মনজুষা |
মঞ্জুষা |
সন্ধা |
সন্ধ্যা |
বহি |
বহ্নি |
ব্রাক্ষণ |
ব্রাক্ষণ |
রুদ্ব |
রুদ্ধ |
পূর্বাহ্ন |
পূর্বাহ |
চক্র |
চক্র |
গ্রীস্ম |
গ্রীষ্ম |
অপরাহ্ন |
অপরাহ্ |
আকাঙ্খা |
আকাঙ্ক্ষা |
অর্থ ও রীতির অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অশ্রুজল |
অশ্রু |
সময়কাল |
সময়/কাল |
আগতকল্য |
আগামীকল্য |
শবপোড়া |
শবদাহ্ন |
যদাপিত্ত |
যদ্যাপি |
অন্নকাপড় |
অন্নবস্ত্র |
আয়ত্তাধীন |
আয়ত্ত |
সুবুদ্দিমান |
সুবুদ্ধি |
সুস্বাস্হ্য |
স্বাস্হ্য |
সন্ধি এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
দুরোদৃষ্ট |
দুরদৃষ্ট |
উপর্যুক্তি |
উপর্যপরি |
য-ইচ্ছা |
যশেচ্ছা |
দুরাবস্থা |
দুরবস্থা |
উপরোক্ত |
উপর্যুক্ত |
সন্মুথ |
সম্মুখ |
জ্যোতীন্দ্র |
জ্যোতিরিন্দ্র |
ব্যাবধান |
ব্যবধান |
জগচন্দ্র |
জগৎচন্দ্র |
অধ্যবধি |
অদ্যাবধি |
বন্দোপাধ্যায় |
বন্দ্যোপাধ্যায় |
জগৎবন্ধু |
জগবন্ধু |
অনাটন |
অনটন |
বাগেশ্বরী |
বাগীশ্বরী |
নিস্ফল |
নিষ্ফল |
পৃথগন্ন |
পৃথকন্ন |
মনোকষ্ট |
মনঃকষ্ট |
কিম্বদন্তী |
কিংবদন্তী |
প্রাতরাশ |
প্রাতঃরাশ |
মনরথ |
মনোরথ |
শিরচ্ছেদ |
নিরচ্ছেদ |
তরুচ্ছায়া |
তরুছায়া |
মুখচ্ছবি |
মুখছবি |
তিরষ্কার |
তিরস্কার |
সমাস এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অহোরাত্রি |
অহোরাত্র |
মাহারা |
মাতৃহারা |
সুকণ্ঠিনী |
সুকণ্ঠি/সুকণ্ঠ |
অর্ধরাত্রি |
অর্ধরাত্র |
যুবরাজা |
যুবরাজ |
নিস্কলস্কী |
নিষ্কলস্ক |
অনর্হিশি |
অহর্নিশি |
রাজাগণ |
রাজগণ |
নিস্পাপী |
নিষ্পাপ |
ভ্রাতাবৃন্দ |
ভ্রাতৃবৃন্দ |
শশীভুষণ |
শশিভূষণ |
নির্দোষী |
নির্দোষ |
ভ্রাতাসংঘ |
ভ্রাতৃসংঘ |
কালীদাস |
কালিদাস |
নির্ধনী |
নির্ধন |
অতলস্পর্শী |
অতলস্পর্শ |
সক্ষম |
ক্ষম |
নিরহঙ্কারী |
নিরহঙ্কার |
নীরোগী |
নীরোগ |
সশষ্ক |
সশষ্ক |
নির্বিরোধী |
নির্বিরোধ |
বানাপানি |
বীনাপাণি |
মৃগনয়নী |
মৃগণয়না |
নির্গুনী |
নির্গুন |
প্রত্যয় এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
দারিদ্র্যতা |
দারিদ্রা, দরিদ্রতা |
প্রসারতা |
প্রসার |
দুরাবস্থা |
দুরবস্থা |
পরিত্যজ্য |
পরিত্যাজ্য |
স্বাতন্ত্র |
স্বাতন্ত্র্য |
উদ্বেলিত |
উদ্বেল |
দৌর্বল্যতা |
দৌর্বল্য, দুর্বলতা |
উৎকর্ষতা |
উৎকর্ষ, উৎকৃষ্টতা |
দৌরাত্ন |
দৌরাত্ন্য |
উত্যক্ত |
উত্ত্যক্ত |
পৌরুষত্ব |
পৌরুষ, পুরুষত্ব |
বরণ্যনীয় |
বরণীয় |
দৈন্যতা |
দৈন্য/দীনতা |
মহাত্ন |
মহাত্ন্য |
ধৈর্যতা |
ধৈর্য/ধীরতা |
মার্ধুযতা |
মাধুর্য,মধুরতা |
বৈচিত্র্যতা |
বৈচিত্র্য/বিচিত্রতা |
ঐক্যমত |
ঐকমত্য |
অধের্যতা |
অধের্য/অধীরতা |
ঐক্যতা |
ঐক্য,একতা |
অধীনস্থ |
অধীন |
কার্পণ্যতা |
কার্পন্য,কৃপণতা |
অপকর্যতা |
অপকর্ষ/অপকৃষ্টতা |
গাম্ভীর্যতা |
গাম্ভীর্য,গম্ভীরতা |
অসহানীয় |
অসহনীয় |
ঘৃর্ণীয়মান |
ঘূর্ণায়মান |
আবশ্যকীয় |
আবশ্যক |
চাঞ্চল্যতা |
চাঞ্চল্য,চঞ্চলতা |
আলস্যতা |
আলসা/অলসতা |
চাপলতা |
চাপল্য, চপলতা |
প্রবন্ধিক |
প্রাবন্ধিক |
চাতুর্যতা |
চাতুর্য, চতুরতা |
লঘিষ্ঠতম |
লঘিষ্ঠ |
কনিষ্ঠতম |
কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ |
ণ-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
আগুণ |
আগুন |
দুর্ণীতি |
দুর্নীতি |
বিহ্ণ |
বহ্নি |
গগণ |
গগন |
নির্ণিমেষ |
নির্নিমেষ |
মধ্যাহ্ণ |
মধ্যাহ্ন |
দর্শণ |
দর্শন |
ফালগুণ |
ফাল্গুন |
মুর্ধণ্য |
মূর্ধন্য |
দুর্ণাম |
দৃর্নাম |
ফেণ |
ফেন |
সায়াহ্ণ |
সায়াহ্ন |
ষ-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
তিরষ্কার |
তিরস্কার |
কল্যাণীয়াষু |
কল্যাণীয়াসু |
বিষ্ফোরণ |
বিস্ফোরণ |
নিষ্পন্দ |
নিস্পন্দ |
বৃহষ্পতি |
বৃহস্পতি |
সংষ্কৃত |
সংস্কৃত |
পুরষ্কার |
পুরস্কার |
ভূমিষাৎ |
ভূমিসাৎ |
পরিষ্ফুট |
পরিস্ফুট |
শ, ষ, স-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
কুসাসন |
কুশাসন |
প্রসংশা |
প্রশংসা |
সুশ্রুষা |
শুশ্রুষা |
ধ্বংশ |
ধ্বংস |
বিমর্শ |
বিমর্ষ |
নৃসংস |
নৃশংস |
ক্ষ-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
পুঙ্কানুপুঙ্ক্ষ |
পুঙ্কানুপুঙ্খ |
ক্ষচিত |
খচিত |
কামাক্ষ্যা |
কামাখ্যা |
ক্ষেচর |
খেচর |
ক্ষদ্দের |
খদ্দের |
ক্ষেয়াল |
খেয়াল |
খ-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
খমা |
ক্ষমা |
খয় |
ক্ষয় |
খুধা |
ক্ষুধা |
আকাঙ্খা |
আকাঙ্ক্ষা |
খেক |
ক্ষেত |
খত |
ক্ষত |
ড়-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
ঘড় |
ঘর |
মীড়া |
মীরা |
কাপড় পড়া |
কাপড় পরা |
শতকড়া |
শতকরা |
সাগড় |
সাগর |
আহাড় |
আহার |
আষাড় |
আষাঢ় |
মুঢ় |
মৃঢ় |
পৌড় |
প্রৌঢ় |
গাড় |
গাঢ় |
রুড় |
রুঢ় |
গুড় |
গুঢ় |
ট-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
কোষ্টী |
কোষ্ঠী |
বলিষ্ট |
বলিষ্ঠ |
প্রকোষ্ট |
প্রকোষ্ঠ |
ঘনিষ্ট |
ঘনিষ্ঠ |
লুঠতরাজ |
লুটতরাজ |
হটাৎ |
হঠাৎ |
জ্যৈষ্ট |
জ্যৈষ্ঠ |
কন্ট |
কষ্ঠ |
লন্টন |
লষ্ঠন |
ব্যা-এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
ব্যাবসায় |
ব্যবসায় |
ব্যাথা |
ব্যথা |
ব্যাবস্থা |
ব্যবস্থা |
ব্যাবহার |
ব্যবহার |
ব্যায় |
ব্যয় |
ব্যাবস্থা |
ব্যবস্থা |
ব্যাবহার |
ব্যবহার |
ব্যায় |
ব্যয় |
ব্যাস্ত |
ব্যস্ত |
ব্যাভিচার |
ব্যভিচার |
ব্যাগ্র |
ব্যগ্র |
ব্যাতীত |
ব্যতীত |
ব-ফলার এর অপপ্রয়োগঃ
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
আয়ত্ত্ব |
আয়ত্ত |
স্বাত্ত্বিক |
সাত্ত্বিক |
স্বরস্বতী |
সরস্বতী |
ইয়ত্ত্বা |
ইয়ত্তা |
স্বচ্ছল |
সচ্ছল |
সত্ত্বা |
সত্তা |
স্বস্ত্রীক |
সস্ত্রীক |
স্ববিনয়ে |
সবিনয়ে |
স্বারকথা |
সারকথা |
বাক্যে শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগঃ
অপপ্রয়োগঃ পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ প্রয়োগঃ পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়নমান।
অপপ্রয়োগঃ রফিক সাংঘাতিক মেধাবী।
শুদ্ধ প্রয়োগঃ রফিক অত্যন্ত মেধাবী।
অপপ্রয়োগঃ বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
শুদ্ধ প্রয়োগঃ বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।
অপপ্রয়োগঃ রতন মিয়া মামলার সাক্ষী দেবে।
শুদ্ধ প্রয়োগঃ রতন মিয়া মামলার সাক্ষ্য দেবে।
অপপ্রয়োগঃ মেয়েটি ভয়ানক সুন্দরী।
শুদ্ধ প্রয়োগঃ মেয়েটি অনিন্দ্য সুন্দরী।
অপপ্রয়োগঃ অশ্রুজলে বুক ভেসে গেল।
শুদ্ধ প্রয়োগঃ অশ্রুতে বুক ভেসে গেল।
অপপ্রয়োগঃ ইহার আবশ্যক নাই।
শুদ্ধ প্রয়োগঃ ইহার আবশ্যকতা নাই।
অপপ্রয়োগঃ আমি অপমান হয়েছি।
শুদ্ধ প্রয়োগঃ আমি অপমানিত হয়েছি।
অপপ্রয়োগঃ ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ প্রয়োগঃ ঘটনা বর্ণিত হয়েছে।
অপপ্রয়োগঃ তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ প্রয়োগঃ তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
অপপ্রয়োগঃ কে এই বুদ্ধিমান বালিকা? তাকে ডেকে আন।
শুদ্ধ প্রয়োগঃ কে এই বুদ্ধিমতী বালিকা? তাকে ডেকে আন।
অপপ্রয়োগঃ আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ প্রয়োগঃ আজকাল বিদূষী মেয়ের অভাব নেই।
বি.দ্র.: প্রাইমারি চাকুরীর প্রস্তুতির জন্য "প্রফেসরস প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" অথবা "খাইরুল'স প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।