আপনি এখন আছেন-
Home >>>
Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Job Digest General Knowledge Bangladesh জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
by Farhana Rahim on 2024-08-15 23:09:00 Last Updated by Farhana Rahim on2024-08-15 23:09:00
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1154
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ মুজিবুর রহমান (মার্চ ১৭, ১৯২০ - আগস্ট ১৫, ১৯৭৫) পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক। শেখ মুজিবুর রহমান তদানীন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি তৃতীয় সন্তান। তার বড় বোন ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী; তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি ‘শেখ মুজিব’ এবং ‘শেখ সাহেব’ হিসেবে বেশি পরিচিত; তার উপাধি ‘বঙ্গবন্ধু’, ডাক নাম ‘খোকা’, এলাকার মানুষ ডাকতো ‘মিয়া ভাই’ বলে। তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।
# বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
# ‘মুজিব’ অর্থ উত্তরদাতা।
# বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
# হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
# তিনি কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যায়নকালীন বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নং কক্ষে থাকতেন।
# ২৩ নং কক্ষটিতে গ্রন্থাগার এবং ২৪ নং কক্ষটিতে মিউজিয়ামে রূপান্তর করা হয়।
# ২৬ মার্চ, ১৯৭১ এর প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
# ১৯২৭ খ্রিস্টাব্দে সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন।
# ১৯৩৪ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় তার বেরিবেরি রোগ হয়, এসময় প্রায় ২ বছর চিকিৎসা চলে, কলকাতায় তার চিকিৎসা করেন- ডা. শিবপদ ভট্টাচার্য ও একে রায় চৌধুরী।
# ১৯৩৬ সালে তার চোখে গ্লুকোমা নামক রোগ হয়, কলকাতায় তার রোগের চিকিৎসা করেন- ডা. টি আহমেদ।
# ১৯৩৮ খ্রিস্টাব্দে আঠারো বছর বয়সে তিনি ফজিলাতুন্নেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে তথ্য পাওয়া গেলেও অসমাপ্ত আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন- বিয়ের সময় তার বয়স ১২/১৩।
# কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। পুত্রদের নাম- শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল।
# প্রথম কারাবরণ করেন- ১৯৩৮ খ্রিস্টাব্দে, ৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান।
# ১৯৩৮ খ্রিস্টাব্দে মিশন মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়।
# ১৯৪০ খ্রিস্টাব্দে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন।
# কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যায়নকালে ছাত্র রাজনীতি শুরু করেন।
# ১৯৪৩ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলর নির্বাচিত হন।
# ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন।
# ১৯৪৮ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।
# রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১১ মার্চ, ১৯৪৮ ধর্মঘট পালনকালে তিনি গ্রেপ্তার হন, কিন্তু ছাত্রসমাজের তীব্র প্রতিবাদের মুখে ১৫ মার্চ তাকে মুক্তি দেয়া হয়।
# ১৯ মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন।
# ১১ সেপ্টেম্বর, ১৯৪৮ তাকে আবার আটক করা হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
# ২০১২ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়।
# ২৩ জুন, ১৯৪৮ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান অংশের যুগ্ন সচিব নির্বাচিত হন।
# ১৯৫০ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষবিরোধী মিছিলের নেতৃত্ব দেয়ায় আটক হন এবং দুই বছর জেল হয়।
# ৯ জুলাই, ১৯৫৩ তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) নির্বাচিত হন।
# ১০ মার্চ, ১৯৫৪ সাধারণ নির্বাচনে তিনি গোপালগঞ্জ আসনে মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামানকে ১৩,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
# ১৯৫৪ খ্রিস্টাব্দের ১৫ মে তাকে কৃষি ও বন মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়।
# ১৯৫৫ খ্রিস্টাব্দের ৫ জুন তিনি আইন পরিষদের সদস্য মনোনীত হন।
# ৫ ডিসেম্বর, ১৯৬৩ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধান নেতা পরিণত হন।
# ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে তিনি বাঙালির জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দাবী পেশ করেন।
# ১৯৬৮ খ্রিষ্টাব্দে পাকিস্তান সরকার ‘রাষ্ট্রদ্রোহীতা বনাম শিখ মুজিব ও অন্যান্য’ শিরোনামে মামলা দায়ের করা হয়।
# ৫ ডিসেম্বর ১৯৬৯ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামকরন করেন।
# ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঢাকা রেসকোর্স ময়দানে বিশাল গণ-সংবর্ধনায় ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
# ৩ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ বলে আখ্যা দেন আ,স,ম আব্দুর রব।
# ৭ মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দানে জনসভায় তিনি স্বাধীনতার ডাক দেন এবং ঘোষণা করেন- “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
# যুদ্ধবর্তী সময় শেখ মুজিবকে বন্দি করে রাখা হলেও তার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
# পাকিস্তানি শাসকবৃন্দ শেখ মুজিবকে ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মুক্তি দেয়, তিনি ১০ জানুয়ারি, ১৯৭২ বাংলাদেশে ফিরে আসেন।
# তিনি সংসদকে একটি নতুন সংবিধান রচনায় দায়িত্ব দেন এবং চারটি মূলনীতি হিসেবে “জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র” ঘোষণা করেন।
# ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর থেকে নতুন সংবিধান কার্যকর করা হয়।
# ১৯৭৩ খ্রিস্টাব্দে জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান ও তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার গঠন করেন।
# জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীগ্রন্থ- ‘অসমাপ্ত আত্মজীবনী’, প্রকাশকাল- ২০১২, প্রকাশ করেছে ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’। ইংরেজিতে “The Unfinished Memoirs’ নামে অনূদিত।
# ১৫ আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধুর পরিবারের মোট ১৬ জনকে হত্যা করা হয়।
# ১৫ আগস্ট ছিল, ১৯৭৫- ১৩৮২ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ এবং ১৩৯৫ হিজরীতে ৮ শাবান।
# ১৫ আগস্ট ১৯৭৫ ছিলো শুক্রবার।
# ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থসমূহ
১. অসমাপ্ত আত্মজীবনী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী
২. মুজিব ভাই- এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ- আতিয়ার রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি- কামাল উদ্দিন হোসেন।
৫.. দেয়াল (উপন্যাস)- হুমায়ুন আহমেদ।
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের জনক- প্রত্যয় জসীম।
৭. বঙ্গবন্ধু শেখ মুজিব কাছে থেকে দেখা- মুস্তাফা সারওয়ার
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Job Digest General Knowledge Bangladesh জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Tag: Job Digest General Knowledge Bangladesh জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান