আপনি এখন আছেন-
Home >>>
Life Style>>> চুলে খুশকি হলে করনীয় এবং চুল খুশকিমুক্ত করার কিছু টিপস
চুলে খুশকি হলে করনীয় এবং চুল খুশকিমুক্ত করার কিছু টিপস
by Farhana Rahim on 2024-06-11 23:28:27 Last Updated by Farhana Rahim on2024-06-11 23:28:27
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1063
চুলে খুশকি হলে করনীয় এবং চুল খুশকিমুক্ত করার কিছু টিপস
চুলে খুশকি থাকলে অস্বস্তিতে দিন কাটাতে হয়। শ্যাম্পু করলেও চুলে সেই ঔজ্জ্বল্য ভাবটা ফিরে আসে না। শীতে খুশকির সমস্যা প্রকট আকার ধারণ করে। মাথা থেকে খুশকি। ২ দূর করতে কিছু নিয়ম মেনে চলতে হবে।
খুশকি দূর করার ঘরোয়া উপায়:
শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং চুলে অল্প চুলে অল্প করে লবণ ঘষুন।
মেথি সারা রাত পানিতে ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধঘণ্টা শিককাই শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
গোটা বিট সিদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
* রাতে শোয়ার আগে লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগান, সকালে শ্যাম্পু করুন।
* রাতে গরম নারিকেল তেল বা অলিভ অয়েল চুলের গোড়ায় ঘষে লাগান। সকালে পাতিলেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে মাথায় আরো খানিকটা ঘষুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
* টক দইয়ের সঙ্গে পাতিলেবুর রস ও নিমপাতার রস মিশিয়ে মাথায় লাগান। আধঘণ্টা পর শ্যাম্পু করুন। সপ্তাহে দুইবার করতে পারেন।
* নারিকেল তেল ও কপূর গরম করে মাথায় লাগান, এক ঘণ্টা পর শ্যাম্পু করুন।
* খুশকি দূর করতে সালফার খুব ভালো। পেঁয়াজে সালফার আছে। পেঁয়াজের রস মাথায় লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করুন। সালফারসমৃদ্ধ শ্যাম্পু দিয়ে সপ্তাহে একবার মাথা পরিষ্কার করতে পারেন।
* ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস, নিমপাতার রস ও আদার রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধঘণ্টা পর শ্যাম্পু করুন।
চুলকে খুশকি মুক্ত করতে নিম পাতা
নিম পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা মাথার ত্বক থেকে শুধুমাত্র খুশকিই দূর করে না সাথে মাথা ত্বকের ফুসকুড়ি ও অন্যান্য রোগ থেকেও মুক্তি দেয়। নিয়মিত ব্যবহারে আপনার চুল খুশকিমুক্ত ও সুন্দর থাকবে।
পদ্ধতিঃ
সাধারণত যারা অল্প ও সাময়িক খুশকির সমস্যায় ভুগছেন তারা ১০-১৫ টি নিম পাতা ৫/৬ কাপ ফুটন্ত গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেললে খুশকি দূর হবে সহজেই। আর যারা দীর্ঘসময় ধরে এই খুশকির উপদ্রব সহ্য করে যাচ্ছেন, তারা প্রথমে নিম পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এরপর ৩০ মিনিট মাথার ত্বকে লাগিয়ে রেখে ভালো করে চুল ধুয়ে নিন। এই নিম পাতা বাটা নিয়ম করে মাথার ত্বকে লাগাবেন প্রতিদিন। এতে করে কয়েকদিনের মাঝেই দীর্ঘস্থায়ী খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
চুলকে খুশকি মুক্ত করতে ডিম ও লেবুর রসের ব্যবহার
শীতকালে চুলে খুশকির উপদ্রব বেড়ে যায় অে চাংশে। খুশকির উপদ্রব দূর করতে খুবই কার্যকরী ও সহজ একটি পদ্ধতি হচ্ছে লেবুর রসের ব্যবহার। লেবুর রসের সাইট্রিক অ্যাসিড মাথার ত্বক থেকে খুশকি দূর করে। এবং ডিমের প্রোটিন চুলকে ভেতর এথেকে স্বাস্থ্যউজ্জ্বল করে ও পুনরায় খুশকির আক্রমণ থেকে রক্ষা করে।
পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী ১ টি বা ২ টি ডিম নিয়ে ফেটিয়ে নিন। পরে এর মধ্যে একটি গোটা লেবুর রস চিপে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন এই পদ্ধতিতে অবশ্যই তাজা লেবু ব্যবহার করতে হবে। এরপর মিশ্রণটি ভালো ভাবে পুরো চুলে লাগিয়ে নেবেন। মাথার ত্বকে ভালো করে লাগাবেন। ৫ মিনিট পরে ঠাণ্ডা পানি ও মৃদু কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে খুশকির হাত থেকে রেহাই পাবেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: চুলে খুশকি হলে করনীয় এবং চুল খুশকিমুক্ত করার কিছু টিপস
Tag: চুলে খুশকি হলে করনীয় এবং চুল খুশকিমুক্ত করার কিছু টিপস