আপনি এখন আছেন-
Home >>>
Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh জাতীয় সংসদ ও জাতীয় বিষয়াবলি
Job Digest General Knowledge Bangladesh জাতীয় সংসদ ও জাতীয় বিষয়াবলি
by Farhana Rahim on 2024-08-15 12:42:14 Last Updated by Farhana Rahim on2024-08-15 12:42:14
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1098
জাতীয় সংসদ ও জাতীয় বিষয়াবলি :
# জাতীয় সংসদের প্রতীক— শাপলা। মোট আসন—৩৫০ (৩০০ নির্বাচিত, ৫০ সংরক্ষিত নারী)। (অনুচ্ছেদ-৬৫, বাংলাদেশ সংবিধান), ১ নং আসন-পঞ্চগড়-১, ৩০০ তম আসন- বান্দরবান।
# জাতীয় সংসদ ভবনের স্থপতি— লুই-আই কান (যুক্তরাষ্ট্রের নাগরিক)।
# ১৯৭ কোটি টাকা ব্যয়ে ২১৫ একর জমিতে জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়—১৯৮২ সালে।
# বাংলাদেশের সরকার প্রধান— প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান— রাষ্ট্রপতি।
# জাতীয় সংসদের প্রথম স্পিকার— মোহাম্মদ উল্লাহ।
# নূন্যতম বয়স ভোটাধিকার প্রাপ্তির—১৮ বছর, প্রধানমন্ত্রী— ২৫ বছর, রাষ্ট্রপতি— ৩৫ বছর।
# তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়— চার বার (১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮)।
# বাংলাদেশের জাতীয় প্রতীক— উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পর পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
# বাংলাদেশের জাতীয় সংগীত— রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরকৃত `আমার সোনার বাংলা' এ প্রথম দশ চরণ। অনুষ্ঠানে বাজানো হয়— প্রথম চার চরণ। প্রকাশ— ১৯০৫, বঙ্গদর্শন পত্রিকায়।
# বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা ও সুরকার— জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ‘চল চল চল’ এর প্রথম ২১ লাইন রণসংগীত প্রকাশ— ১৯২৮, শিখা পত্রিকায়।
# বাংলাদেশের জাতীয় বৃক্ষ— আমগাছ। জাতীয় মসজিদ— বায়তুল মোকাররম।
# বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন- ৭ মার্চ ১৯৭৩ এবং সর্বশেষ (১১তম) জাতীয় সংসদ নির্বাচন— ৩০ ডিসেম্বর, ২০১৮।
# খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সংসদীয় আসন ১টি ওরে মোট ৩টি।
# ঢাকা সিটি করপোরেশনে মোট আসন আছে— ১৫টি।
# বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়— ৭ই এপ্রিল, ১৯৭৩।
# জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত— ১০ : ৬।
# বাংলাদেশের সংসদে ভাষণ দেন ভারতের প্রেসিডেন্ট ভি. ভি. গিরি ও যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটু।
# জাতীয় সংসদ ভবন— ৯ তলা।
# বাংলাদেশের সংবিধান বলা হয়েছে— বাংলার প্রকৃত সৌন্দর্য কথা।
# বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন— জেমস রেনেস।
# জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত— ঢাকার সাভারে।
# বাংলাদেশের জাতীয় উদ্যান— সোহরাওয়ার্দী উদ্যান।
# মুক্তিযোদ্ধা দিবস— ১ ডিসেম্বর।
# জাতীয় স্মৃতিসৌধের ফলক— ৭টি।
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Job Digest General Knowledge Bangladesh জাতীয় সংসদ ও জাতীয় বিষয়াবলি
Tag: Job Digest General Knowledge Bangladesh জাতীয় সংসদ ও জাতীয় বিষয়াবলি