আপনি এখন আছেন- Home >>>Primary Job Preparation English>>> Primary Job Preparation English The Verb
Back | Main Page
Primary Job Preparation English The Verb

Primary Job Preparation English The Verb

by Farhana Rahim on 2024-08-15 12:16:42 Last Updated by Farhana Rahim on2024-08-15 12:16:42

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1199


The Verb

যে শব্দ দ্বারা কোন কাজ বুঝায় তাকে verb বা ক্রিয়া বলে। verb প্রধাণত দুই প্রকার।
  1. Finite verb (সমাপিকা ক্রিয়া): যে verb অর্থকে সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে তাকে  Finite verb বলে। যেমনঃ He knows it, I want a mango.

Finite verb: Finite verb প্রধানত দু’প্রকার। যথাঃ 1.Principal verb; 2.Auxiliary Verb
Principal verb কে ২ ভাগে ভাগ করা যায়। যেমনঃ i) Transitive verb; ii) Intransitive verb

  1. Transitive verb: যে verb বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য কোন শব্দের সাহায্য গ্রহণ করে তাকে transitive Verb বলে(এই verb এর object থাকে)।

Examples:
He flies a kite.
He goes to school.
He always drink tea.

  1. Intransitive verb: যে verb এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না তাকে Intransitive Verb বলে।(যেমনঃ sing, fly, sleep, stop, sit, rest, fail, break, close, die, sink, smoke, surrender, open ইত্যাদি)Intransitive verb এর উদাহরণ।

Example:
The girl sings. Bird flies.
He cannot swim.
The car stopped.
Mother laughs.

  1. Non-finite verb: যে verb দ্বারা বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না এবং অন্য verb এর সাহায্য নিতে হয় তাকে  Non-finite verb বলে।

Examples:
He is going to play cricket.
He wants to help the poor.
We like to play cricket.
She does not like to read magazine.
No-filite verb বা Verbal তিন প্রকার।যথাঃ (1) Infinitive; (2) Participle; (3) Gerund;

  1. Infinitives

To + verb এর base form অর্থাৎ verb এর  present form এর পূর্বে  to বসিয়ে  Infinitives গঠন করা হয়।
Examples:
They want to play cricket.
I told him to the work.
Types of infinitive: Infinitiveদুই প্রকার:

  1. Simple or Noun-infinitive: Infinitive যখন  noun এর কাজ করে তখন তাকে Simple বা Noun infinitive বলে।এই প্রকার infinitive  noun এর মত কাজ করে বলে subject, object, complement ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয়।

Examples:
To tell a lie is a sin. (Subject রূপে)
They want to play. (Object রূপে)
We want you to go there. (Complement রূপে)

  1. Gerundial or Qualofying  Infivirive : কোন Infinitive যখন Adjective বা Adverb রূপে কাজ করে তখন তাকে  Gerundial বা Qualifying Infinitive বলে।এই ধরনের  Infinitive কোন উদ্দেশ্য ( Purpose); কারণ (cause);  শর্ত (Condition); ফলাফল ( Result) ইত্যাদি বুঝাতে ব্যবহৃত হয়।

Examples:
I participated in the meeting to my paper. (উদ্দেশ্য বা Purpose)
They are happy to win the game. (কারণ বা cause)
You can have my pen only to write a letters. (শর্ত বা Condition)
The studied hard to get good marks in the exam. (ফলাফল বা Condition)
Forms of Infinitive:

  1. Present Infinitive: to play, to work, to do
  2. Present Continuous Infinitive: to be playing, to be studying, to be working.
  3. Perfect Infinitive: to have worked, to have killed, to have helped.
  4. Perfect continuous Infinitive: to have been working, to have been playing.
  5. Bare Infinitive : Infinitive যখন অনুক্ত বা উহ্য থাকে তখন তাকে  Bare infinitive বলে।

Bare Infinitive-এর ব্যবহার
নিচের verb গুলোর পরে Infinitive (to) বসে না। can, could, may, might, shall, should, would, do ইত্যাদি।
Examples:
I can do the work.
We must obey our teachers.
He will help me.
feel, hear, let, see, make, watch ইত্যাদি verb এর পরে Infinitive ( to) বসে না।
Examples:
I saw him go.
He let me help him.
Note: Passive voice এ see, hear, এবং make এর পরে  Infinitive (to) ব্যবহৃত হয়।
Examples:
He was seen to go.
He was made to do the work.
Had better, had rather, had sooner, would rather, would sooner. Rather than, sooner than, as soon ইত্যাদির পরে Infinitive (to) বসে না।
Examples:
You had better go home now.
You would rather stay here.

  1. Participle

   Verb এর যে form একই সাথে verb  এবং adjective  এর কাজ করে তাকে Participle বলে।
Examples:
A barking dog seldom bites.
A killed snake can not cause any harm.
প্রথম বাক্যে verb টির সঙ্গে ing যোগ করে ‘barking’ verb টে গঠিত হয়েছে যার অর্থ ‘ঘেউঘেউ’ করছে অর্থাৎ এটি verb এর কাজ করছে। আবার ‘barking’ শব্দটি ‘dog’ noun টির পূর্বে বসে এর অবস্থা বুঝাচ্ছে অর্থাৎ এটি adjective এর কাজ করছে।সুতরাং ‘barking’ verb form টি Participle দ্বিতীয় বাক্যটিতে ‘kill’ verb-টির  Past Participle form ব্যবহৃত হয়েছে। যার অর্থ নিহত হয়েছে। আবার এটি ‘snake’ noun টির পূর্বে বসে তার ‍অবস্থা নির্দেশ করছে। অর্থাৎ এটি adjective এর কাজ সম্পন্ন করছে।সুতরাং ‘killed verb form টি Participle.
Types of Participle: participle ৩ প্রকার:

  1. Present Participle: verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে verb এবং  Adjective এর কাজ করে তাকে  Present Participle বলে। Present Participle দ্বারা কাজটি চলছে বুঝায়।

Examples:
Do not disturb a sleeping man.
Do not get on the running bus.
Can you see the floating flower.

  1. Past Participle: Verb এর শেষে d, ed, t, ne, en যুক্ত verb form যদি একই সাথে verb এবং  adjective এর কাজ সম্পন্ন করে তাকে past participle বলে।Past Participle দ্বারা অতীত সময়ে কাজটি সম্পন্ন হয়েছে বুঝায়।

Examples:
A killed snake cannot bite.
The broken machine is of no use.
I was looking for my stolen books.

  1. Perfect Participle: Having + verb এর Past Participle

Verb এর  Past Participle এর পূর্ব having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং Adjective এর কাজ করে তাকে Perfect Participle বলে।
Examples:
Having eaten rice, she went to bed.
Having passed M.A. he got a good job.
Having finished studing, he went to eat.

  1. Gerund

Verb + ing :Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে তা যদি একইসাথে verb এবং Noun এর কাজ করে তাকে Gerund বলে।
Examples:
Running is a good exercise.
Reading is a good habit.
Swimming is a good exercise
উপরের ১ম Sentence টিতে ‘is’ verb এর বামপাশের অংশটি হচ্ছে sugject. আর Sentence –এর subject হিসেবে Noun ব্যবহৃত হয়।আবার Running শব্দটি একটি verb এর মত কাজ করছে।সুতরাং Running  শব্দটি (Run + ing)  একই সাথে noun ও Verb এর কাজ সম্পন্ন করছে।তাই এটি হল Gerund একইভাবে ২য় ও ৩য় Sentence  এর Reading এবং Swimming শব্দ দু’টিও Gerund.
Gerund এর ব্যবহারঃ

  1. Subject রূপে : Rising early is a good habit.
  2. Object রূপে : I like playing cricket.
  3. Preposition  এর  Object রূপে : He is fond of playing
  4. Verb এর Compliment রূপে : Working is earning.My hobby is gardening.
  5. Compound Noun এর অংশরূপে : This is my reading room. Put aside your reading materials.
  6. Nomiative Absolute: Walking being a good exercise, I will walk everyday.

Gerund with Possessives:
Gerund এর পূর্বে Possessive case (his, her, your, our, my, their, Rahim’s)-এর Noun বা Pronoun ব্যবহৃত হতে পারে।
Examples:
He does not like my going here.
I don’t like his doing this.
They insisted on Rahim’s doing this.
Verbal Noun:
Gerund-এর পূর্বে The এবং পরে of  ব্যবহৃত হলে তাকে Verbal Noun বলে।
গঠন : The + gerund + of  অর্থাৎ The + verb (ing) + of
Examples:
The reading of newspaper is a good habit.
The playing of cricket is very interesting.
The taking of exercise is good for health.




বি.দ্র.: প্রাইমারি চাকুরীর প্রস্তুতির জন্য "প্রফেসরস প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" অথবা "খাইরুল'স প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Primary Job Preparation English The Verb
Tag: Primary Job Preparation English The Verb
You Also Like