আপনি এখন আছেন-
Home >>>
Primary Job Preparation ICT >>> Primary Job Preparation Computer and ICT স্মার্টফোন (Smart Phone)
Primary Job Preparation Computer and ICT স্মার্টফোন (Smart Phone)
by Farhana Rahim on 2024-08-16 23:12:22 Last Updated by Farhana Rahim on2024-08-16 23:12:22
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1061
স্মার্টফোন (Smart Phone)
# স্মার্টফোন (Smart Phone) হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের উপর প্রতিষ্ঠিত।
# কতগুলো Smart Phone এর নাম -Apple , Black Berry, HTC, LG, Motorola, Nokia, Samsang, Sony ইত্যাদি।
# বর্তমানে সর্বাধিক প্রচলিত কতগুলি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (Operating System ) গুগলের Android, অ্যাপলের iOS, মাইক্রোসফটের Windows, Firefox OS, Sailfish Os, Tizen, রিসার্চ ইন মোশনের Black Berry.
# Android iOS অপারেটিং সিস্টেম অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম।
# Smart Phone এর মাধ্যমে কল ও ভিডিও কল ছাড়াও ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান, অডিও ভিডিও ফাইল সংরক্ষণ করা এবং চালানো, ছবি তোলা ও ভিডিও ধারণ করে টিভি দেখা এবং বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করা যায়।
# আইবিএম সাইমন ছিল প্রথম স্মার্টফোন।
# ২০০৭ সালে অ্যাপল প্রথম আইফোন বাজারে আনে।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web-WWW):
# WWW এর পূর্ণরূপ World Wide Web.
# WWW কে সংক্ষেপে ওয়েব পেজ বা ওয়েবও বলা হয়।
# ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর বিজ্ঞানীগণ WWW উদ্ভাবন করেন।
# ইন্টারনেটের একটা অংশ হলো- WWW.
# ওয়েব ব্রাউজার (Web Browser)এর মাধ্যমে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) ব্যবহার করে।
# ওয়েব পেজ (Web Page) ব্যবহার করে ই-মেইল প্রেরণ ও গ্রহণ করা যায় এবং তথ্য অনুসন্ধান করা যায়।
# কোন ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলা হয়।
# URL-( Uniform Resource Locator) হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন Documents এবং অন্যান্য Resource এর একক (Unique) ঠিকানা ।
# একটি পূর্ণাঙ্গ URL-এর প্রথম অংশের নাম প্রোটোকল, যা ওয়েব রিসোর্সের সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজন।
# URL-এ http থাকলে ওয়েব পেজটি নিরাপদ থাকে।
# http- এর পূর্ণরূপ- hyper text transfer protocol.
# একটি ওয়েব পেজ রিলোড করার জন্য ওয়েব ব্রাউজিংয়ে Refresh বোতাম চাপা হয়।
# Search Engine হল এমন কিছু ওয়েব পেজ যেগুলো প্রয়োজনীয় বিষয়গুলো খুঁজে বের করে দেয়।
# কতগুলো Search Engine হলো- Yahoo.com, Google.com, bing.com, Lycas.com ইত্যাদি।
# Google.com পৃথিবীর বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
# Search Engine গুরুত্বপূর্ণ শব্দের সূত্র ধরে ওয়েবসাইট খুঁজে বের করে।
# বর্তমানে যে প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VOIP- Voice Over Internet Protocol)
বি.দ্র.: প্রাইমারি চাকুরীর প্রস্তুতির জন্য "প্রফেসরস প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" অথবা "খাইরুল'স প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Primary Job Preparation Computer and ICT স্মার্টফোন (Smart Phone)
Tag: Primary Job Preparation Computer and ICT স্মার্টফোন (Smart Phone)