আপনি এখন আছেন-
Home >>>
Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh ভাষা আন্দোলন
Job Digest General Knowledge Bangladesh ভাষা আন্দোলন
by Farhana Rahim on 2024-08-15 23:13:29 Last Updated by Farhana Rahim on2024-08-15 23:13:29
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1146
ভাষা আন্দোলন
# ১৯৪৭ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল- ৪ কোটি ৪০ লক্ষ।
# উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে ১৯৬০ খ্রিষ্টাব্দে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়।
# বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সংগঠনটির নাম ‘গণআজাদী লীগ’।
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস প্রতিষ্টিত হয়।
# রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বলেছিলেন এমন দুজন সাহিত্যিকের নাম- ড. মুহম্মদ শহীদুল্লাহ ও আবুল মনসুর আহমেদ।
# রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৪৭ সালে।
# রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন- অধ্যাপক নুরুল হক ভূঁইয়া।
# গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের দাবি করেছিলেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
# তার এ প্রস্তাবের স্বাগত জানান- সংসদ সদস্য প্রেমহরি বর্মন, ভূপেন্দ্র কুমার দত্ত এবং শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়।
# তার এ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন- তাঁজিমউদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগের সদস্যরা।
# দ্বিতীয়বারের মত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়- ১৯৪৮ সালে, আহ্বায়ক ছিলেন শামসুল আলম।
# রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম ধর্মঘট পালিত হয়- ১১ মার্চ, ১৯৪৮ ।
# জিন্নাহ রেসকোর্স ময়দানে ভাষণ দেন- ২১ মার্চ, ১৯৪৮, তিনি বলেন- ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’।
# ‘পূর্ব বাংলা ভাষা কমিটির নেতা ছিলেন- মাওলানা আকরাম খাঁ।
# “পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু” খাজা নাজিমউদ্দীন ভাষণে বলেন- ২৭ জানুয়ারি, ১৯৫২।
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে মওলানা ভাষানীর নেতৃত্বে ৪০ সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়- ৩১ জানুয়ারি, ১৯৫২।
# সরকারের স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ১ মাসের জন্য সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি-২০ ফেব্রুয়ারি, ১৯৫২।
# সলিমুল্লাহ হলে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত- ২০ ফেব্রুয়ারি, ১৯৫২।
# ২১ ফেব্রুয়ারি ১৯৫২ : আন্দোলনের চূড়ান্ত দিনে পুলিশের গুলিতে আন্দোলনকারী কয়েকজনের মৃত্যু।
# ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২ নির্মাণ কাজ শুরু হয়ে ২৪ তারিখে নির্মাণ কাজ শেষ হয়।
# ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’......... কবিতা আকারে লিফলেটে প্রকাশিত হয়- ১৯৫৩ খ্রিষ্টাব্দে।
# ১৯৫৪ খ্রিস্টাব্দে বাংলাকে উর্দু ভাষার পাশাপাশি রাষ্ট্রভাষার মর্যাদা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
# ‘বাবা উর্দু’র প্রকৃত নাম আবদুল হক। তিনি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
# ১৯৫৪ খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট সরকার বাংলা একাডেমি গঠন করে।
# সরকারের সমর্থনে প্রথম ২১ ফেব্রুয়ারি পালিত হয়- ১৯৫৬ খ্রিস্টাব্দে।
# বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়- ৭ মে, ১৯৫৪।
# বাংলাকে পাকিস্তানের ২য় রাষ্ট্রভাষা মর্যাদা দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয়- ২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬।
# বাংলাকে পাকিস্তানের ২য় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয়- সংবিধানের ২১৫ (১) অধ্যায়।
# বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত সংক্রান্ত ধারাটিতে ছিল- The state language of Pakistan shall be Urdu and Bengali.
# “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী এবং সুরকার আলতাফ মাহমুদ।
# ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত নাটকের নাম- ‘কবর’ নাট্যকার- মুনীর চৌধুরী।
# ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়- ১৭ নভেম্বর, ১৯৯৯।
# বর্তমান শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।
# শহীদ মিনারের মূল- বেদির উপর অর্ধ-বৃত্তাকারে সাজানো ৫টি স্তরের প্রতীকী অর্থ-মা তার শহীদ সন্তানদের সাথে দাঁড়িয়ে আছেন।
# ১৯৬৩ খ্রিস্টাব্দে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারের উদ্বোধন করেন- ভাষা শহীদ আবুল বরকতের মা হাসনা বেগম।
# ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী শহীদ মিনার ধ্বংস করে, ১৯৭৩ খ্রিস্টাব্দে সরকার এটি পুনরায় নির্মাণ করে।
# বাংলাদেশের বাইরে ১৯ মে, ১৯৬১ আসামের শিলচর রেল স্টেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়, এ ঘটনায় ১১ জন শহীদ হয়েছিলেন।
# বাংলাদেশ ভূ-খন্ডের বাইরে বাংলাতে আধা-সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়- আসামের বাঙালি অধ্যুষিত ৩টি জেলাতে।
# বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে- সিয়েরালিয়নে।
# সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়- তমুদ্দুন মজলিশ।
# তমুদ্দুন মজলিসের রাষ্ট্রভাষা সংক্রান্ত পত্রিকাটির নাম ছিল- ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? বাংলা নাকি উর্দু?
# ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিশের সাধারণ সম্পাদক ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম।
# বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরোধিতা করা হয়- শিক্ষামন্ত্রী ফজলুল হকের উদ্যোগে আয়োজিত ‘পাকিস্তান এডুকেশনাল কনফারেন্সে।’
# পূর্ব পাকিস্তান স্টুডেন্ট লীগের জন্ম- ১৯৪৮ সালে, প্রথম সভাপতি- কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান।
# পূর্ব পাকিস্তান স্টুডেন্টস লীগ গঠনের মূল লক্ষ্য ছিল- মুসলিম লীগ সরকারের এন্টি-বেঙ্গলি পলিসির বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা।
# রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার আন্দোলনের রূপরেখা প্রণয়ন করে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার সমন্বয়ে গড়া স্টুডেন্ট এ্যাকশন কমিটি।
# বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য স্টুডেন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটের ডাক দেয়- ১১ মার্চ ১৯৪৮।
# পাকিস্তানের ৫ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল উর্দু।
# ৫৬ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা।
# ২৪ মার্চ, ১৯৪৮ কার্জন হলে অনুষ্ঠিত সমাবর্তনে জিন্নাহর ভাষণের শিরোনাম ছিল- ‘স্টুডেন্টস রোল ইন ন্যাশন বিল্ডিং’
# বাংলাকে আরবি হরফে প্রচলন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন- খাজা নাজিমউদ্দীন।
# বাংলা ভাষা আন্দোলনকালীন ডাকসু’র ভিপি ছিলেন- অরবিন্দ বোস এবং জিএস গোলাম আযম।
# PBC (The Basic Principle Committee) এটি ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক গঠিত কমিটি, যার রিপোর্টের সুপারিশ ছিল উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করা।
# ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন- ড. এস. এম. হোসাইন।
# সচিবালয়ে কর্মরত ভাষা শহীদের নাম- আব্দুস সালাম।
# ২২ ফেব্রুয়ারি বাহাদুর শাহ পার্ক-এ বক্তৃতা প্রদান করেন- অলি আহাদ, আব্দুল মতিন, কাজী গোলাম মাহবুব।
# সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন- কাজী গোলাম মাহবুব।
# ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কয়েকজন নারী- কামরুন নেছা, সুফিয়া খান, খুলনার সুফিয়া আলী, বেবী, সুরাইয়া হাকিম, সুরাইয়া ডালি, রওশন আরা বাচ্চু খুলনার নাদেরা বেগমও রোকেয়া।
# আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত- ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি ভবনের পাশে।
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Job Digest General Knowledge Bangladesh ভাষা আন্দোলন
Tag: Job Digest General Knowledge Bangladesh ভাষা আন্দোলন