আপনি এখন আছেন-
Home >>>
Job Digest Ethics Values>>> Job Digest Ethics Values Good Governance সুশাসন
Job Digest Ethics Values Good Governance সুশাসন
by Farhana Rahim on 2024-08-16 23:30:14 Last Updated by Farhana Rahim on2024-08-16 23:30:14
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1064
সুশাসন
যে শাসন ব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত, বাক-স্বাধীনতাসহ সকল রাজনেতিক স্বাধীনতা সুরাক্ষিত বিচার বিভাগ স্বাধীন আইনের শাসন উপস্থিত, আইনসভাসহ নিকট শাসন বিভাগের জবাবদিহিতা নীতি কার্যকর সে শাসন ব্যবস্থাকে সুশাসন বলে।
# সুশাসনের অন্যতম শর্ত- শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক, স্বাধীন বিচার বিভাগ ও মতামত প্রকাশের স্বাধীনতা, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা।
# সুশাসন প্রত্যয়টি ১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক কর্তৃক উদ্ভাবিত আধুনিক শাসক ব্যবস্থার সংযোজিত রূপ।
# শাসন ব্যবস্থার সাথে ‘সু’ (ভাল/উৎকৃষ্ট) প্রত্যয় যোগ করে সুশাসন শব্দটি গঠিত হয়েছে।
# সুশাসন এর ইংরেজি প্রতিশব্দ Good Govemance যার অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকারী শাসন ।
# ম্যাককরনী’র মতে, ‘সশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।
# সুশাসনের বৈশিষ্ট্য- প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা ও স্বচ্ছতা।
# সুশাসনের অন্যতম শর্ত- জনগণের অংশগ্রহণের উন্মুক্ত সুযোগ, বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের সুরক্ষা, স্বাধীন বিচার বিভাগ, আইনের অনুশাসন এবং আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা ।
# সুশাসনের মূল লক্ষ্য আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং শাসক ও শাসিতের সম্পর্ককে ভারসাম্যপূর্ণ ও কল্যাণকর করা।
সুশাসনের বৈশিষ্ট্য:
সুশাসনের বৈশিসষ্ট্যগুলো হচ্ছে- স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের নিকট গ্রহণযোগ্যতা, স্বাধীন প্রচার মাধ্যম, দুর্নীতিমুক্ত, অংশগ্রহণমূলক, আইনের শাসন, বিচর বিভাগের স্বাধীনতা, জনবান্ধব প্রশাসন, জীবন ঘনিষ্ঠ ও কল্যাণমূলক, সমতা, জনগণের নিকট গ্রহণযোগ্যতা, দক্ষতা।
সুশাসনের উপাদান: সুশাসনের উপদানগুলো হলো- অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা, সম্পত্তির সমঅধিকার ও আইনের শাসন, বাজেটের গুণাগুণ ও সরকারি বিনিয়োগ প্রক্রিয়া, রাজস্ব সংগ্রহের দক্ষতা ও স্বচ্ছতা, সরকারি খরচের দক্ষতা ও স্বচ্ছতা, জনসেবার জবাবদিহিতা ও স্বচ্ছতা ।
নৈতিকতা:
# যে গুণ মানুষকে অন্যায় হতে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত করে, তাই নৈতিকতা ।
# নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality ল্যাটিন শব্দ Moralitas থেকে এসেছে, যার অর্থ ‘সঠিক আচরণ’ বা চরিত্র ।
# নীতিবিদ ম্যূর বলেন, ‘শুভ’ র প্রতি অনুরাগ ও অশুভ’র প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা’।
# প্লেটোর মতে- ন্যায় হলো- প্রত্যেকের নিজ দায়িত্ব- কর্তব্য পালন করা এবং অন্যের কর্তব্য পালনে বাধা প্রদান না করা ।
# নৈদিকতা সামাজিকভাবে স্বীকৃত গুণ, তবে নৈতিকতা বাধ্যবাধকতা আরোপযোগ্য নয়।
# নৈতিকতাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Job Digest Ethics Values Good Governance সুশাসন
Tag: Job Digest Ethics Values Good Governance সুশাসন