আপনি এখন আছেন- Home >>>Job Digest ICT>>> Job Digest Computer and ICT দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি
Back | Main Page
Job Digest Computer and ICT দৈনন্দিন জীবনে তথ্য  প্রযুক্তি

Job Digest Computer and ICT দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি

by Farhana Rahim on 2024-08-16 22:59:27 Last Updated by Farhana Rahim on2024-08-16 22:59:27

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1087


দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি (Information Technologies in practical Fields)

চিকিৎসা ক্ষেত্রেঃ
# টেলিমেডিসিন বা E-Prescribing
# Electronic Health Records  বা EHR  সংরক্ষণ।
# ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মেডিকেল ইনফরমেশন জানা।
# সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে স্বাস্থ্য সেবা দেওয়া।
# তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন রোগ নির্ণয়, ঔষধ এবং প্রতিষেধক আবিষ্কার।
# অনলাইনের মাধ্যমে রোগীর সকল তথ্য সংরক্ষণ ইত্যাদি।
শিক্ষা ক্ষেত্রেঃ
# তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লাসরুমে শিক্ষাদান; যেমন ক্লাসরুমে পাওয়ার পয়েন্ট প্রজেক্টস্টেশনের মাধ্যমে শিক্ষাদান।
# বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা।
# শিক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানা যায়।
# ছাত্র-ছাত্রীদের সকল তথ্য অনলাইনে  সংরক্ষণ করা যায়।
# স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রেজাল্ট মোবাইলের মাধ্যমে পাওয়া যায়।
যোগাযোগ ব্যবস্থাঃ
# ই-টিকেটিং এর মাধ্যমে অনলাইনেই বাস, ট্রেন বা বিমানের টিকেট কাটা যায়।
# তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহজেই বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায়।
# ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা যায়।
# তথ্য প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক জ্যাম, গাড়ির অবস্থান ইত্যাদি জানা যায়।
# স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়।
# মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করা যায়।
# ই-মেইল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায়। E-commerce:
# E-commerce এর বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কেনাবেচা করা যায়।
# মোবাইল ব্যাংকিং বা M-Banking এর মাধ্যমে খুব সহজে অর্থের লেনদেন করা যায়।
# ATM কার্ডের মাধ্যমে খুব সহজেই ATM বুথ থেকে টাকা উত্তোলন করা যায়।

বিনোদনের মাধ্যমঃ
# বিভিন্ন প্রযুক্তি পন্য ব্যবহার করে অনলাইনে গান শোনা, ছবি দেখা, ই-পপোর, ই-বুক ইত্যাদি পাড়া যায়।
# স্কাইপে বা বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে সবার সাথে যোগাযোগ করা যায় এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়।
# রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান শোনা ও দেখা যায়।



বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Job Digest Computer and ICT দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি
Tag: Job Digest Computer and ICT দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি
You Also Like