আপনি এখন আছেন-
Home >>>
Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন
Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন
by Farhana Rahim on 2024-08-15 23:01:34 Last Updated by Farhana Rahim on2024-08-15 23:01:34
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1142
ব্রিটিশ শাসন
# ১৬৯৮ সালে ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নাম অনুসারে ‘ফোর্ট উইলিয়াম দুর্গ’ নির্মিত হয় কলকাতায়।
# জলপথ আবিষ্কার করে প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন- পর্তুগিজরা (ভাস্কো-দা-গামা, ১৪৯৮)।
# পলাশীর যুদ্ধ- ২৩ জুন ১৭৫৭, বক্সারের যুদ্ধ—১৭৬৪।
# বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস (১৭৯৩)।
# সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয়—১৮২৯ সালে, আইনটি প্রবর্তন করেন-- লর্ড বেন্টিঙ্ক।
# ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন-- হাজী শরীয়তুল্লাহ, পরবর্তীতে তার ছেলে দুদু মিয়া যিনি ঘোষণা দিয়েছিলেন— “জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থি।”
# দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক-- প্রথম ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভ, ১৭৬৭।
# উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন-- লর্ড ডালহৌসি।
# ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল-- ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বাংলা।
# সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। পরের বছর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ইংল্যান্ড সরকারের হাতে ক্ষমতা চলে যায়।
# বৃটিশ ভারতের শেষ ভাইসরয় ও ভারতের প্রথম গভর্নর জেনারেল-- লর্ড মাউন্ট ব্যাটেন।
# বঙ্গভঙ্গ হয়-- ১৯০৫ সালে, রদ হয় ১৯১১ সালে।
# প্রতিষ্ঠাতা:
ব্রাহ্মসমাজ |
রাজা রামমোহন রায় |
মোহামেডান লিটারেরি সোসাইটি |
নওয়াব আবদুল লতিফ |
মুসলিম সাহিত্য সমাজ |
নওয়াব আবদুল লতিফ |
আলীগড় আন্দোলন |
স্যার সৈয়দ আহমদ খান |
কংগ্রেস |
অ্যালান অক্টোভিয়ান হিউম |
অসহযোগ আন্দোলন |
মোহন দাস করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) |
দ্বি-জাতি তত্ত্ব |
মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিষ্ঠাতা |
# ‘মহাত্মা’ উপাধি প্রদান করেন-- রবীন্দ্রনাথ ঠাকুর
# লাহোর প্রস্তাব ঘোষণা করেন—এ. কে ফজলুল হক (১৯৪০ সালে ২৩ মার্চ)।
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন
Tag: Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন