আপনি এখন আছেন- Home >>>Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন
Back | Main Page
Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন

Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন

by Farhana Rahim on 2024-08-15 23:01:34 Last Updated by Farhana Rahim on2024-08-15 23:01:34

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1142


ব্রিটিশ শাসন

# ১৬৯৮ সালে ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নাম অনুসারে ‘ফোর্ট উইলিয়াম দুর্গ’ নির্মিত হয় কলকাতায়।
# জলপথ আবিষ্কার করে প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন- পর্তুগিজরা (ভাস্কো-দা-গামা, ১৪৯৮)।
# পলাশীর যুদ্ধ- ২৩ জুন ১৭৫৭, বক্সারের যুদ্ধ—১৭৬৪।
# বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস (১৭৯৩)।
# সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয়—১৮২৯ সালে, আইনটি প্রবর্তন করেন-- লর্ড বেন্টিঙ্ক।
# ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন-- হাজী শরীয়তুল্লাহ, পরবর্তীতে তার ছেলে দুদু মিয়া যিনি ঘোষণা দিয়েছিলেন— “জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থি।”
# দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক-- প্রথম ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভ, ১৭৬৭।
# উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন-- লর্ড ডালহৌসি।
# ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল-- ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বাংলা।
# সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। পরের বছর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ইংল্যান্ড সরকারের হাতে ক্ষমতা চলে যায়।
# বৃটিশ ভারতের শেষ ভাইসরয় ও ভারতের প্রথম গভর্নর জেনারেল-- লর্ড মাউন্ট ব্যাটেন।
# বঙ্গভঙ্গ হয়-- ১৯০৫ সালে, রদ হয় ১৯১১ সালে।
# প্রতিষ্ঠাতা:
ব্রাহ্মসমাজ

রাজা রামমোহন রায়

মোহামেডান লিটারেরি সোসাইটি

নওয়াব আবদুল লতিফ

মুসলিম সাহিত্য সমাজ

নওয়াব আবদুল লতিফ

আলীগড় আন্দোলন

স্যার সৈয়দ আহমদ খান

কংগ্রেস

অ্যালান অক্টোভিয়ান হিউম

অসহযোগ আন্দোলন

মোহন দাস করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)

দ্বি-জাতি তত্ত্ব

মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিষ্ঠাতা

# ‘মহাত্মা’ উপাধি প্রদান করেন-- রবীন্দ্রনাথ ঠাকুর
# লাহোর প্রস্তাব ঘোষণা করেন—এ. কে ফজলুল হক (১৯৪০ সালে ২৩ মার্চ)।


বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন
Tag: Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসন
You Also Like