আপনি এখন আছেন- Home >>>Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh বাংলাদেশের মুক্তিযুদ্ধ
Back | Main Page
Job Digest General Knowledge Bangladesh বাংলাদেশের মুক্তিযুদ্ধ

Job Digest General Knowledge Bangladesh বাংলাদেশের মুক্তিযুদ্ধ

by Farhana Rahim on 2024-08-15 23:18:12 Last Updated by Farhana Rahim on2024-08-15 23:18:12

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1058


বাংলাদেশের মুক্তিযুদ্ধ

# বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
# বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
# এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন।
# বাকশালের সেক্রেটারি জেনারেল ছিলেন- এম মনসুর আলী।
# এএইচএম কামরুজ্জামান মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
# ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রথম স্থাপিত হয়— চট্টগ্রামের কালুরঘাটে।
# ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’ পাঠ করতেন- এম. আর. আক্তার মুকুল।
# মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে— ইস্টবেঙ্গল রেজিমেন্ট, গাজীপুরে, ১৯ মার্চ, ১৯৭১।
# বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী— মেহেরপুর জেলার মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথ তলার ভবের পাড়া)। এখানে অস্থায়ী সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণা করা হয়— ১০ এপ্রিল, ১৯৭১;  শপথ পাঠ করান— জাতীয় সংসদের স্পিকার অধ্যাপক ইউসুফ আলী। এই দিনেই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় ।
# মুজিবনগরে গঠিত প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছিল- রাষ্ট্রপতি পদ্ধতির।
# এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন- সংসদ সদস্য আবদুল মান্নান।
# বঙ্গবন্ধুর অবর্তমানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং কর্নেল এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অনুষ্ঠানে সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়।
# সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে- পুলিশ ও আনসার।
# গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন- তৎকালীন চুয়াডাঙ্গার Sub Divisional Police Officer (SDPO)- সৈয়দ মাহবুবুর রহমান বীরপ্রতীক।
# বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই স্থানটির নামকরণ করা হয়- ‘মুজিব নগর’।
# ‘মুজিব নগর’ নামকরণ করেন- তাজউদ্দিন আহমদ।
# মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের মধ্যে ১০নং সেক্টর ছিল--নৌ সেক্টর (নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না)।
# ৭ বীরশ্রেষ্ঠের পদবি— সিপাহী (হামিদুর + মোস্তফা), ল্যান্স নায়েক (নূর মোহাম্মদ + মুন্সী আব্দুর রব), ক্যাপ্টেন জাহাঙ্গীর, স্কোয়াড্রন ইঞ্জিঃ রুহুল আমিন, ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর।
# মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপ-রাষ্ট্রপতি— সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী — তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী — ক্যাপ্টেন এম. মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী — এ এইচ এম কামরুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী — খন্দকার মোস্তাক আহমেদ, প্রধান সেনাপতি — কর্নেল আতাউল গনি ওসমানী, সেনাপ্রধান — লে. কর্নেল আব্দুর রব।
# স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য— বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৯ জন, বীরবিক্রম ১৭৫ জন,  বীরপ্রতীক- ৪২৬ জন। সর্বশেষ বীরউত্তম— বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ (মরোণোত্তর)
# তারামন বিবি (কুড়িগ্রাম) ও সেতারা বেগম (কিশোরগঞ্জ) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযোদ্ধা।
# বিদেশি খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা— ডব্লিউ. এইচ. ওডারল্যান্ড (অস্ট্রেলিয়া)।
# খেতাবধারী সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা— শহীদুল ইসলাম বীর প্রতীক।
# মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ, আত্মোৎসর্গকারীদের এ খেতাব দেয়া হয়েছে।
# মুক্তিযুদ্ধে অবদানের জন্য জীবিত বীরদের সর্বোচ্চ খেতাব- বীর উত্তম।
# Concert for Bangladesh আয়োজক— জর্জ হ্যারিসন (যুক্তরাষ্ট্র) ও পণ্ডিত রবি শঙ্কর (ভারত)।
# “September on Jessore Road” রচয়িতা— এ্যালেন গিনসবার্গ (যুক্তরাষ্ট্র)
# মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা— যশোর (৭ ডিসেম্বর ১৯৭১)।
# মুক্তিযুদ্ধের একমাত্র আদিবাসী বীর বিক্রম— ইউকে চিং।
# বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম প্রদর্শিত হয়- ২ মার্চ, ১৯৭১
# প্রথম বাংলাদেশের পতাকা প্রদর্শিত হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে।
# বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন- আ. স. ম আব্দুর রব।
# বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়- ৩ মার্চ রমনা রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।
# স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়- ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ’ এর পক্ষ থেকে।
# ‘আমার সোনার বাংলা’কে জাতীয় সংগীতের স্বীকৃতি দেয়া হয়- ৩ মার্চ তারিখে স্বাধীনতার ইশতেহারে।
# বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ প্রদান করেন- রমনা রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে)।
# জয়বাংলা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়- ২৩ মার্চ, পল্টন ময়দানে।
# বঙ্গবন্ধুর বাড়িতে ও গাড়িতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়- ২৩ মার্চ, ১৯৭১।
# পাকিস্তান দিবস পালিত হয়- ২৩ মার্চ তারিখে
# অপারেশন সার্চলাইট পরিচালিত হয়- ২৫ মার্চ, ১৯৭১, রাত ১১ টায়।
# ২৫ মার্চের পূর্বে ২ ডিভিশন অবাঙালি সৈন্য পূর্ব পাকিস্তানে হস্তান্তর করা হয়।
# ২৫ মার্চের গণহত্যা নিয়ে বহির্বিশ্বে-প্রথম সংবাদ প্রকাশ করেন- ওয়াশিংটন পোস্টের সাংবাদিক সাইমন ড্রিং।
# ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ও জগন্নাথ হলকে মূল লক্ষ্য করে হামলা চালানো হয়েছিলো। 
# বাংলাদেশের ইতিহাসে ‘কালো রাত’ হিসেবে পরিচিত- ২৫ মার্চ এর রাত।
# বঙ্গবন্ধুকে বন্দি করা হয়- রাত ১২টা ৩০ মিনিটে।
# বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ইস্ট পাকিস্তান রাইফেলস এর ট্রান্সমিটারের মাধ্যমে প্রচারের জন্য পাঠানো হয়।
# ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেন- চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম, এ, হান্নান।
# ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেন- ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউল রহমান।
# এ ঘোষণায় তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কথা উল্লেখ করেছিলেন।
# বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়- ১০ এপ্রিল, ১৯৭১।
# বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়- আগরতলায়।
# Charter of Independence বলে মুজিবনগর সরকারের কার্যকারিতা সাংবিধানিকভাবে স্বীকৃত হয়।
# বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন- সৈয়দ নজরুল ইসলাম।
# মুজিবনগর সরকারে রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন- আব্দুস সামাদ আজাদ।
# প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন- ব্যারিস্টার আমিরুল ইসলাম এম, এন, এ।
# মুজিবনগর সরকারের ক্যাবিনেট সচিব ছিলেন- হোসেন তৌফিক ইমাম (এইচ. টি. ইমাম)।
# মুক্তিযুদ্ধকালীন যুক্তরাজ্যে মিশর প্রধান ছিলেন- বিচারপতি আবু সাঈদ চৌধুরী, নয়াদিল্লির মিশন প্রধান ছিলেন- হুমায়ুন রশীদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের মিশন প্রধান ছিলেন- এম, আর সিদ্দিকী।
# ভারতে ১৪১টি শরণার্থী শিবির স্থাপন করা হয়।


বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Job Digest General Knowledge Bangladesh বাংলাদেশের মুক্তিযুদ্ধ
Tag: Job Digest General Knowledge Bangladesh বাংলাদেশের মুক্তিযুদ্ধ
You Also Like