আপনি এখন আছেন- Home >>>Primary Job Preparation General Knowledge Bangladesh >>> Primary Job Preparation General Knowledge Bangladesh পাকিস্তান আমল
Back | Main Page
Primary Job Preparation General Knowledge Bangladesh পাকিস্তান আমল

Primary Job Preparation General Knowledge Bangladesh পাকিস্তান আমল

by Farhana Rahim on 2024-08-15 23:04:11 Last Updated by Farhana Rahim on2024-08-15 23:04:11

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1149


পাকিস্তান আমল

# শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয়দফা ঘোষণা করেন-- ২৩ মার্চ ১৯৬৬, লাহোরে।
# অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক, যিনি তার আমলে গঠন করেছিলেন-- ঋণ সালিসি বোর্ড।
# স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন-- মুহাম্মদ আলী জিন্নাহ।
# পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী-- লিয়াকত আলী খান, রাষ্ট্রপতি-- ইস্কান্দার মির্জা।
# পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয়-- ৭ অক্টোবর ১৯৫৮।
# ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ (৮ ফাল্গুন, বৃহস্পতিবার) ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী-- খাজা নাজিম উদ্দিন এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী-- নুরুল আমিন।
# পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী-- খাজা নাজিমউদ্দিন।
# পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে—করাচীতে।
# যুক্তফ্রন্ট গঠিত হয়-- ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে। যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়-- ১৯৫৪ সালে।
# আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালের ২৩ জুন, প্রথম সভাপতি-- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক-- শামসুল হক, যুগ্ন সম্পাদক-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালের আওয়ামী লীগ ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়।
# ন্যাশনাল আওয়ামী পার্টি (NAP) গঠিত হয়-- ১৯৫৭ সালে।
# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনকে আসামি করে ‘রাষ্ট্রদোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’ নামে আগরতলা মামলা দায়ের করা হয় ১৮ জানুয়ারি, ১৯৬৮, প্রত্যাহার করা হয়—১৯৬৯।
# শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়-- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ উপাধিটি দেন তোফায়েল আহম্মেদ এবং ‘জাতির জনক’ ঘোষণা করা হয়-- ৩ মার্চ, ১৯৭১ উপাধিটি দেন--আ. স. ম আব্দুর রব।
# পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-- ৭ ডিসেম্বর, ১৯৭০ এবং বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ, ১৯৭৩। # বাংলাদেশের নামকরণ করেন-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৫ ডিসেম্বর, ১৯৬৯।


বি.দ্র.: প্রাইমারি চাকুরীর প্রস্তুতির জন্য "প্রফেসরস প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" অথবা "খাইরুল'স প্রাইমারি চাকুরীর প্রস্তুতি" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Primary Job Preparation General Knowledge Bangladesh পাকিস্তান আমল
Tag: Primary Job Preparation General Knowledge Bangladesh পাকিস্তান আমল
You Also Like