আপনি এখন আছেন-
Home >>>
Job Digest GK BD>>> Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসনের পূর্ববর্তী ইতিহাস
Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসনের পূর্ববর্তী ইতিহাস
by Farhana Rahim on 2024-08-15 12:55:20 Last Updated by Farhana Rahim on2024-08-15 12:55:20
Share: Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin Visits: 1102
ব্রিটিশ শাসনের পূর্ববর্তী ইতিহাস
# বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠীর দ্রাবিড় হলেও বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। এদের ভাষা ছিল অস্ট্রিক।
# আর্যরা এদেশে এসেছে ইরানের ইউরাল পর্বত এর দক্ষিনে তৃণভূমি অঞ্চল হতে। এদের ধর্ম সনাতন এবং ধর্ম গ্রন্থ ছিল বেদ।
# বাংলাদেশের প্রাচীন জনপদ— পুন্ড্র, (বগুড়া কেন্দ্রিক)। ঢাকা— বঙ্গ, গৌর–চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর ও বরিশাল।
# কুমিল্লা ও নোয়াখালী— সমতট, রাজশাহী অঞ্চল— বরেন্দ্র, চট্টগ্রাম— হরিকেল।
# সর্বপ্রথম চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন— করেন ফা-হিয়েন।
# চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে ভারতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। সম্রাট অশোক মৌর্য বংশের সম্রাট যিনি কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
# প্রাচীন বাংলার রাজ্য ছিল দুইটি– ১.স্বাধীন বঙ্গ রাজ্য, ২.স্বাধীন গৌড় রাজ্য।
# সর্ব প্রথম বাঙালি রাজা শশাঙ্ক যিনি বাংলা জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন এবং বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন কর্ণসুবর্ণা ।
# সর্বপ্রথম বাঙালি রাজা শশাঙ্কের রাজধানী ছিল-- কর্ণসূবর্ণ (মুর্শিদাবাদ) যা গৌড়ের একটি অংশ। শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বলা হয়।
# সেন বংশের প্রতিষ্ঠাতা-- হেমন্ত সেন, শ্রেষ্ঠ সম্রাট-- বিজয় সেন, শেষ রাজা-- লক্ষণ সেন (সর্বশেষ হিন্দু রাজা)।
# শশাঙ্কের পর দীর্ঘদিন বাংলায় যোগ্য শাসকের অভাবে অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়ে।
# বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পালবংশের প্রতিষ্ঠাতা-- গোপাল (তিনি বাংলার ১ম বংশানুক্রমিক শাসন শুরু করেন) শ্রেষ্ঠ রাজা—ধর্মপাল, সর্বশেষ রাজা—রামপাল।
# গৌতম বুদ্ধের জন্মস্থান-- লুম্বিনী (নেপাল)।
# মুহম্মদ বিন কাসিম ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান চালিয়ে সিন্ধু বিজয় করেন।
# গজনীর সুলতান মাহমুদ ১০০০ সাল থেকে ১০২৭ সাল পর্যন্ত ২৭ বছর সময় ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেন।
# তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ দুটিই সংঘটিত হয় মুহম্মদ ঘুরী ও পৃথিরাজ চৌহানের মধ্যে। প্রথমটি সংঘটিত হয় ১১৯১ সালে এবং দ্বিতীয়টি ১১৯২ সালে। প্রথমটিতে ঘুরি এবং দ্বিতীয়টিতে চৌহান পরাজিত হয়।
# বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন-- ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী (১২০৪)।
# বাংলায় প্রথম স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন-- ফখরুদ্দিন মোবারক শাহ।
# সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি মুসলমান সুলতান—ইলিয়াস শাহ।
# দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম নারী-- সুলতানা রাজিয়া।
# প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি-- মুহাম্মদ বিন কাসিম।
# ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন-- মুহাম্মদ ঘুরি।
# মুহাম্মদ বিন তুঘলক দিল্লী থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন।
# মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-- জহিরউদ্দিন মুহম্মদ বাবর (১৫২৬)। সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।
# সম্রাট আওরঙ্গজেব এর পরবর্তী বংশধর দ্বিতীয় বাহাদুর শাহ। এজন্য মূলত: আওরঙ্গজেবকে সম্রাট বাবরের শেষ বংশধর হিসেবে গণ্য করা হয়। {বাবর থেকে আওরঙ্গজেব মনেরাখুন এভাবে-- বাবার (বাবর) হইল (হুমায়ুন) আবার (আকবর) জ্বর (জাহাঙ্গীর) সারিল (সাজাহান) ঔষধে (ঔরঙ্গজেব বা আওরঙ্গজেব)।}
# সম্রাট আকবরের আমলে কয়েকজন ক্ষমতাধর জমিদার মুঘল আধিপত্য আধিপত্য রুথে নিজেদের জমিদারী সুপ্রতিষ্ঠিত রেখেছিলেন যাদেরকে বলা হয়-- বারো ভূঁইয়া, সংখ্যায় এরা বারোজন বা ততোধিক।
# বারো ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া ঈশা খাঁ যিনি সোনারগাঁকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
# পানিপথ অবস্থিত-- দিল্লীর অদুরে যমুনা নদীর তীরে।
# পানি পথের প্রথম যুদ্ধ—১৫২৬, দ্বিতীয় যুদ্ধ—১৫৫৬, তৃতীয় যুদ্ধ—১৭৬১।
# পানি পথের যুদ্ধে ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করা হয়।
# পানিপথের ১ম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের বাহিনীর নিকট পরাজিত হন, পানি পথের ২য় যুদ্ধে আফগান নেতা হিমু আকবরের সেনাপতি বৈরাম খানের নিকট পরাজিত হন, পানি পথের ৩য় যুদ্ধে আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন।
# গ্রান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণ ও ঘোড়ার ডাকের প্রচলন করেন—শেরশাহ। গ্রান্ড ট্রাঙ্ক রোড শুরু হয়েছে--সোনারগাঁও থেকে। গ্রান্ড ট্রাঙ্ক রোডের অপর নাম—সড়ক ই আজম।
# শেরশাহ কতৃক চালুকৃত রৌপ্য মুদ্রার নাম—দাম।
# সম্রাট হুমায়ুন বাংলার নাম রাখেন—জান্নাতাবাদ।
# আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা-- আবুল ফজল। দিন-ই-এলাহী আকবর প্রবর্তিত ধর্ম। টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী যিনি রাজস্ব ব্যবস্থায় ব্যাপক সংস্কার করতে সক্ষম হয়েছিলেন।
# চতুর্দশ শতকে ইবনে বতুতা উপমহাদেশে আসেন। তখন দিল্লীর সুলতান ছিলেন-- মোহাম্মদ বিন তুঘলক এবং বাংলার সুলতান ছিলেন-- ফখরুদ্দিন মোবারক শাহ।
# তাজমহল ও ময়ূর সিংহাসন নির্মাতা—Prince of Builders সম্রাট শাহজাহান।
# ১৭৩৯ সালে দিল্লী আক্রমণ করে কোহিনুর ও ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যান নাদির শাহ। সিলেটের রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে আযানের ধ্বনি দিয়ে ছিলেন ইয়েমেন থেকে আগত আউলিয়া হযরত শাহজালাল (রহ:)।
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।
Short Description: Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসনের পূর্ববর্তী ইতিহাস
Tag: Job Digest General Knowledge Bangladesh ব্রিটিশ শাসনের পূর্ববর্তী ইতিহাস