আপনি এখন আছেন- Home >>>Job Digest English>>> Job Digest English The Gender
Back | Main Page
Job Digest English The Gender

Job Digest English The Gender

by Farhana Rahim on 2024-08-15 12:05:53 Last Updated by Farhana Rahim on2024-08-15 12:05:53

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1112


The Gender

English Grammar- এ যে Sense (সূত্র বা নিয়ম)দ্বারা Noun বা Pronoun কে পুরুষ, স্ত্রী বা এদের কোনটিই নয় অথবা উভয়কেই চিহ্নিত করা যায়, তাকে Gender বা লিঙ্গ বলে।
Gender এর প্রকারভেদঃ  Gender ৪ প্রকার।যেমনঃ 1.Masculine Gender (পুং লিঙ্গ)2. Feminine Gender (স্ত্রীলিঙ্গ)3. Common Gender (উভয় লিঙ্গ) 4.Neuter Gender (ক্লীব লিঙ্গ)।
  • ইংরেজিতে কতগুলো Word আছে যা সব সময় Feminine হিসাবে ব্যবহৃত হয়। যেমনঃ Amazon (পুরুষালি স্বভাবের নারী); Nurse(সেবিকা);  Virgin(অবিবাহিতা পবিত্র যুবতী); Brunette (কালোচুল, কালো চুল বিশিষ্ট রমনী); Laundress (ধোপানী);  Blonde (সোনালী চুল ও র্বণ বিশিষ্ট রমনী); Termagant (কলহপ্রিয় মহিলা); Shrew(ঝগড়াটে মহিলা); Siren (কুহকিনী); Drab (নোংড়া মেয়ে); Coquette(ছিনাল মহিলা); Flirt(ছিনাল) ইত্যাদি।
  • ইংরেজিতে কতগুলো Masculine Noun  আছে যাদের কোন Feminine Form নেই। যেমনঃ Captain (আধিনায়ক); Judge (বিচারক); Parson(ধর্মযাজক); Knight(নাইট); Chairperson(সভাপতি); Coward(কাপুরুষ); Squire (সম্ভান্ত পুরুষ)।
  • ইংরেজিতে কতকগুলো Noun আছে যাদের স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে এরা Common Gender. যেমনঃ  Ass(পুরুষ বা মাদী গাধা), Baby(ছেলে বা মেয়ে শিশু), Beggar (ভিখারী বা ভিখারিনী), Cousin(জ্ঞাতী ভা্ই ও বোন), Deer(হরিণ বা হরিণী), Elepant(পুরুষ বা মাদী হাতি), Pupil(ছাত্র-ছাত্রী), Parent(পিতামাতা), Infant(বালক-বালিকা), Fox(মর্দা বা মাদী খেক শিয়াল), Spouse(স্বামী-স্ত্রী), Child(খোকা- খুকী), Student(ছাত্র-ছাত্রী), Writer(লেখক/লেখিকা), Teacher(শিক্ষক/শিক্ষিকা), Citizen (পুরুষ/মহিলা-নাগরিক), Lawyer(আইনজীবী পুরুষ/মহিলা),  Fool(বোকা), Bird(পক্ষী/পক্ষিনী), Sheep(ভেড়া/ভেড়ী), Pig (শুকর/শুকরী)ইত্যাদি।

Important Gender Change


Masculine

Feminine

Lad (বালক)

Lass (বালিকা)

Buck (মৃগ)

Doe (মৃগী)

Bachelor (আবিবাহিত পুরুষ)

Maid/spinster (আবিবাহিত মেয়ে)

Monk (সন্ন্যাসী)

Nun (সন্ন্যাসীনী)

Nephew (ভাগ্নে/ভাইপো)

Niece (ভাগ্নি/ভাইঝি)

Colt (ঘোড়ার বাচ্চা)

Filly (বাচ্চা ঘোটকী)

Ram (ভেড়া)

Ewe (ভেড়ী)

Drake (পুরুষ পাতিহাঁস)

Duck (পাতি হাঁস)

Drone (পুঃ মৌমাছি)

Bee (স্ত্রী মৌমাছি)

Stag (মৃগ)

Hind (মৃগী)

Fox(পুঃ শিয়াল)

Vixen (স্ত্রী শিয়াল)

Gander (রাজহংস)

Goose (রাজহংসী)

Horse/Stallion(ঘোড়া)

Mare (ঘোটকী)

Hart (হরিণ)

Roe (হরিণী)

Wizard (যাদুকর)

Witch (যাদুকরী)

Heir(উত্তরাধিকার পুঃ)

Heiress (স্ত্রী উত্তরাধিকার)

Lion(সিংহ)

Lioness(সিংহী)

Doctor ( ডাক্তার )

Lady doctor (মহিলা ডাক্তার)

Swine (শুকর)

Sow (শুকরী)

Poet (কবি)

Poetess (মহিলা কবি)

Tiger (বাঘ)

Tigress (বাঘিনী)




বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Job Digest English The Gender
Tag: Job Digest English The Gender
You Also Like