by Farhana Rahim on 2024-08-15 12:03:15 Last Updated by Farhana Rahim on2024-08-15 12:03:15
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1128
The Determiners
Quantifiers: Some, any, few, little, more, much, each, every, both, all, enough, half, little, whole, several, less, either, neither etc.
উপরিউক্ত Determiner গুলোর মধ্যে Specific dererminer গুলো হলো- the, this, that, these, those, my, your, his, her, its, our, their, karim’s ইত্যাদি । এবং General determiner গুলো হলো- a, an, all, another, any, both, each, either, enough, every, few, little, many, more, most, much, neither, no, other, several, some ইত্যাদি।
Use of Some Determiners
Determiners + Singular Countable Nouns: কিছু Determiners আছে যেগুলো শুধুমাত্র Singular Countable Noun এর সাথেই ব্যবহৃত হয়। যেমনঃ a, an, another, each, either, neither, one ইত্যাদি ।
Examples:
Would you like another glass of water.
Determiners + Uncountable Nouns: কিছু Determiners আছে যেগুলো শুধুমাত্র Singular Countable Noun এর সাথেই ব্যবহৃত হয়। যেমনঃ Much, Little, a little, less, least ইত্যাদি ।
Examples:
I am afraid there id little information I can give you.
We did not earn much money last year.
Determiners + Plural Countable Nouns : কতকগুলো Determiners আছে যেগুলো সবসময় Plural Countable Noun এর সাথেই ব্যবহৃত হয় । যেমন: Both, many, few, a few, these, those, three, four ইত্যাদি।
Examples:
I just have a few photos of my childhood.
It all happened many years ago.
Determiners + Any types of Noun : কিছু Determiners আছে যেগুলো যে কোনো প্রকার Noun এর সাথেই ব্যবহৃত হতে পারে। যেমনঃ any, some, which, my, your, his, such, the what, whose, no ইত্যাদি।
Examples:
Singular: Any seat in the front row will be fine.
Uncountable: Can you give me any information about the incident.
Plural: Some students always turn up late for the class. There were no children in the playground.
Uncountable: She always tries to give me some advice. I have no news for you.
Determiners + Uncountable Noun/Plural Countable : কিছু কিছু Determiners আছে যেগুলো একইসাথে Plural Countable Noun অথবা Uncountable Noun এর সাথে ব্যবহৃত হয়। যেমনঃ all, any, enough, some, such ইত্যাদি।
Examples:
Uncountable Noun: Would you like having some juice or milk?
Plural Countable Noun: I have some friends who live in the U.S.A.
Plural Countable Noun: Do we have enough cups for everybody.
Uncountable Noun: Do we have enough money for the rest of the month.
A lot of এবং lots of এই Determiner দুটির অর্থ বেশি বা অনেক বেশি। A lot of এবং lots of এর ব্যবহারে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। a lot of ব্যবহৃত হয় Countable এবং Uncountable উভয় প্রকার Noun এর ক্ষেত্রে। কিন্তু lots of শুধুমাত্র Countable Plural Noun এর পূর্বে ব্যবহৃত হয়।
Examples:
I have a lot of money to spend.
Lots of students have secured GPA 5 this year.
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।