by Farhana Rahim on 2024-05-27 20:50:44 Last Updated by Farhana Rahim on2024-05-28 06:32:14
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1126
70. “au” –এর পরে “r” থাকলে au এর উচ্চারণ হয় “উয়্যা” “উ”। যেমন-
Bourgeouis (বুয়্যারজ্যোয়া)- বুর্জোয়া
Bourgeois (বারজয়িস)- ছাপিবার ক্ষুদ্র অক্ষর বিশেষ
Contour (কনট্রুয়্যার)- সমোন্নতি রেখা
Detour (ডেইটুয়্যার)- ঘুরানো পথ
Dour (ডুর)- জেদি, কঠোর
Four (ফ্যর)- চার
Gourmand (গুয়্যারম্যান্ড)- পেটুক
Gouge (গূজ)- এক রকম বাটারি
Goulash (গল্যাশ)- গো-মাংসের তরকারির ঝোল
Tour (টূয়্যার)- ভ্রমণ, বৃত্তাকারে পরিভ্রমণ
এই শব্দগুলোতে ou- এর উচ্চারণ লক্ষ্যণীয়ঃ ( American English এ ব্রাকেট এর “u” টি ব্যবহার করা হয় না)
Harbo(u)r (হারব্যার)- পোতাশ্রয়, বন্দর
Labo(u)r (লেইব্যার)- শ্রম
Parlo(u)r (প্যারল্যার)- বৈঠকখানা
Valo(u)r (ভ্যাল্যার)- সাহস
Gaudy (গ্যডি)- চাকচিক্যপূর্ণ
Gawky (গ্যকি)- জুবুথুবু বা লাজুক
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।