আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 34: Rules of spelling 01
Back | Main Page
Lession 34: Rules of spelling 01

Lession 34: Rules of spelling 01

by Farhana Rahim on 2024-05-27 21:18:40 Last Updated by Farhana Rahim on2024-05-27 21:18:40

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1139


Rules of spelling 01

Rule-1 : কোনো শব্দের শুরুতে all এবং শব্দের শেষে full যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলে L একটা হবে। যেম-
All+most = almost (প্রায়)
all+ready = already (ইতোমধ্যে)
all+though = although (যদিও)
harm+full = harmful (ক্ষতিকর)
all+ways = always (সব সময়)
beauty+full = beautiful (সুন্দর)
skill+full = skilful (brritish English),
skillful (american English) (দক্ষ, পটু) ইত্যাদি।
use+full = useful (প্রয়োজনীয়)। আরও উদাহরণঃ
1)Grateful, 2)Forgetful, 3)Successful, 4)Awful, 5)Fulfil

Rule-2 : s নাকি  es?
আমরা জানি subject 3rd person singular হলে present indefinite tense এ মূল verb সাথে সাধারণত s/es যুক্ত করতে হয়। আবার noun এর plural  করতেও বেশিরভাগ ক্ষেত্রে এর সঙ্গে s/es যুক্ত করতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি কি বেশিরভাগ ক্ষেত্রে শুধু s যুক্ত হয়? Es শুধু তখনই যুক্ত হয় যখন verb/ noun এর শেষে o, che (উচ্চারণ ‘চ’ হলে) s, sh, ss, x কিংবা z থাকে । যেমন-
go –goes
gas –gases
focus –fucuses
dish –dishes
mix –mixes
mango –mangoes
catch –catches
clutch –clutches (এঁটে ধরা, ছিনিয়ে নেওয়া)
miss –misses
fex (এক প্রকার টুপি)- fezes
do –does
match –matches
brush –brushes
box –boxes
কিন্তু photo, studio, video এদের পরে শুধু s যুক্ত হয়ে যথাক্রমে photos, studios এবং videos হবে।




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Rules of spelling 01
Tag: Rules of spelling 01
You Also Like