by Farhana Rahim on 2024-05-27 20:49:27 Last Updated by Farhana Rahim on2024-05-27 20:49:27
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1123
69. aw / au = “অ্য”। যেমন-
Fawn (ফ্যন)- হীনভাবে তোষামোদ করা, লেজ নেড়ে আনুগত্য দেখানো
Flora (ফ্লোর্যা)- নির্দিষ্ট স্থানের সমগ্র উদ্ভিদকুল
Fault (ফ্যল্ট)- ত্রুটি
Tawny (ট্যনি)- তামাটে
Taunt (ট্যন্ট)- বিদ্রুপ করা
Taw (ট্য)- খেলার বড় মার্বেলগুলি
Tawdry (ট্যড্রি)- জাঁকালো, চটকদার
Taut (ট্যট্)- কষে বাঁধা, আঁটো
Raw (র্য)- কাঁচা/ অশোধিত
(b) কিন্তু ow = “আউ” OU = আ, আউ, উ। যেমন-
Boutique (বুটিক)- আধুনিক ধরনের জিনিসপত্রের দোকান
Bouquet (বুকে)- ফুলের তোড়া (বুকেট হবে না)
Bound (বাউন্ড)- সীমা, সীমারেখা
Bounce (বাউন্স)- হঠাৎ লাফিয়ে ওঠা
Boulder (বৌলডার)- জনস্রোতের আঘাতে গোলাকার প্রাপ্ত শিলাখন্ড
Boulvarb (বূলভার)- বৃক্ষ-শোভিত রাস্তা
Cow (কাউ)- গাভী, গাই
Now (নাউ)- এখন
How (হাউ)- কিভাবে, যেভাবে, কেমন
Row (রৌ)- সারি, কোলাহল, তিরস্কার, বৈঠা চালানো
Rowlock (রৌলক)- দাঁড় বা বৈঠা আটকানোর জন্য নৌকাসংলগ্ন আংটা
Powder (পাউডার)- গুঁড়া
Round (রাইন্ড)- গোলাকার
Roundel (রাইন্ডেল)- গোলাকার বস্তু
Rouse (রাউজ)- জাগানো বা জাগা
Rout (রাউট)- কোলাহল
Route (রুট)- পথ
Routine (রুটিন)- নিয়ম মাফিক, সূচি
Vow (ভাউ)- প্রতিজ্ঞা করা
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।