by Farhana Rahim on 2024-05-27 20:46:33 Last Updated by Farhana Rahim on2024-05-28 06:34:50
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1114
68. ea = ঈ। যেমনঃ neatly, bead, seal, heal। কিন্তু
Heavy (হেভি)- ভারি, গুরু
Heave (হীভ)- উত্তোলন করা
Heaven (হেভেন)- স্বর্গ
উচ্চারণের পার্থক্য থাক বা না থাক, তা ভালোভাবে লক্ষ্য করুনঃ
Bead (বীড)- পুঁতি
Beat (বীট)- প্রহার করা
Beatify (বীটিফাই)- স্বর্গসুখে সুখী করা
Dead (ডেড)- মৃত
Head (হেড)- মাথা, প্রধান
Heed (হীড)- মনোযোগ
Hell (হেল)- নরক, দোজখ
Heal (হীল)- আরোগ্য করা বা হওয়া
Heel (হীল)- পায়ের গোড়ালি
Heat (হীট)- তাপ
Team (টীম)- দল
Teem (টীম)- অনেক সংখ্যার বর্তমান থাকা, প্রবল বৃষ্টি
Health (হেল্থ)- স্বাস্থ্য
Steal (স্টীল্)- চুরি করা
Steel (স্টীল)- ইস্পাত
Stealth (স্টীল্থ)- মাংসের বা মাছের ফালি
Speak (স্পীক)- কথা বলা
Peak (পীক)- চূড়া বা শীর্ষ
Read (রীড)- পড়া
Stead (স্টীড)- স্থান
Realm (রেল্ম)- ভুবন
Real (রীয়াল)- বাস্তব, প্রকৃত
Feat (ফীট)- কৃতিত্বপূর্ণ কাজ
Feather (ফেদ্যার)- পালক
Leather (লেদ্যার)- চামড়া
Death (ডেথ)- মৃত্যু
Wreath (রেথ)- মালা
Breath (ব্রেথ)- নিঃশ্বাস
Breathe (ব্রীদ্)- নিঃশ্বাস নেয়া
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।