by Farhana Rahim on 2024-05-27 20:45:17 Last Updated by Farhana Rahim on2024-05-27 20:45:17
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1116
66. Vowel + CC + Vowel (o / ou / u বাদে) এভাবে ব্যবহৃত হলে অধিকাংশ ক্ষেত্রেই, প্রথম C –“ক্” এবং দ্বিতীয় C = “স্” উচ্চারিত হয়। যেমন-
Accelerate (অ্যাকসিলারেট)- অধিকতর দ্রুত চলা
Accede (অ্যাকসীড)- সম্মত হওয়া, স্বীকার করা
Access (অ্যাকসেস)- প্রবেশ পথ
Accent (অ্যাকসেন্ট)- উচ্চারণকালে শব্দের উপর প্রদত্ত ঝোঁক বা জোড়
Accept (অ্যাকসেপ্ট)- গ্রহণ করা
Accession (অ্যাাকসেশন)- যোগ, বৃদ্ধি, প্রবেশাধিকার
Accessory (অ্যাকসেস্যরি)- আনুষঙ্গিক
Accident (অ্যাকসিডেন্ট)- অপ্রত্যাশিত ঘটনা, দুর্ঘটনা
Flaccid (ফ্লাকসিড)- থলথলে, দুর্বল, শিথিল
Success (সাকসেস)- কৃতকার্য হওয়া
Succeed (সাকসীড)- কৃতকার্য
Succint (সাকসিন্ট)- সংক্ষিপ্ত
Occident (অক্সিডেন্ট)- পশ্চিম দিক
Vaccine (ভ্যাক্সিন)- টীকা, রোগ প্রতিষেধক
67. কোন word এ CC + O থাকলে, "cc"- এর উচ্চারণ “ক্” হয়। যেমন-
Accommodate (অ্যাকম্যডেইট)- উপযোগী করা
Accompany (অ্যাকমপনি)- একত্র যাওয়া, সঙ্গে যাওয়া
Accurate (অ্যাকিউরেট)- সঠিক
Accomplice (অ্যাকমপ্লিস)- দুঃষ্কর্মের সহচর
Accomplish (অ্যাকমপ্লিশ)- সম্পাদন বা শেষ করা
Acclaim (অ্যাক্লেইম)- প্রশংসা করা
Acclivity (অ্যাক্লিভিটি)- পাহাড়ের চড়াই
Succour (সাকার)- সাহায্য করা
Succulent (সাকিউলেন্ট)- রসালো, সুস্বাদু
Succumb (স্যাকাম)- বশীভূত হওয়া, দমে যাওয়া
Occur (অকার)- ঘটা
Occult (অকাল্ট)- গোপন
Occupy (অকিউপাই)- অধিকার করা
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।