by Farhana Rahim on 2024-05-27 20:44:02 Last Updated by Farhana Rahim on2024-05-27 20:44:02
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1139
64. কোন শব্দে CC + O/U + Consonant থাকরে "CC"- এর উচ্চারণ “ক্” হয়। ফলে, নিচের সবগুলো word এ CC = “ক্”। যেমন-
Accuse (অ্যাকিউজ)- অভিযুক্ত করা
Accord (অ্যাকরড)- মিল হওয়া, রক্ষা করা, অনুমতি দেওয়া
Accost (অ্যাকস্ট)- প্রথমে সম্ভাষণ করা
Accordion (অ্যাকরডিয়ন)- বাদ্য যন্ত্রবিশেষ
Account (অ্যাকাউন্ট)- হিসাব করা, বিবেচনা করা
Accountant (অ্যাকাউনটেন্ট)- হিসাব রক্ষক
Accredit (অ্যাক্রেডিট)- বিশ্বাস স্থাপন করা
Accrescence (অ্যাক্রিসেন্স)- ক্রমিক বৃদ্ধি
Accumulation (অ্যাকিউমিউলেশন)- জড়ো করা, সংগ্রহ
Accurate (অ্যাকিউরেট)- সঠিক, যথার্থ
Accursed (অ্যাকারসড)- অভিশপ্ত
Accustom (অ্যাকাসটম)- অভ্যস্ত করা
65. সাধারণত X-দিয়ে কোনো word শুরু হলে, সেক্ষেত্রে, x- এর উচ্চারণ বাংলা “জ্” এর মত হয়। যেমন-
Xerox (জেরক্স)- ফটোকপি
Xenon (জেনন)- জেনন গ্যাস
Xebec (জীবেক)- তিন মাস্তুলের ছোট জাহাজ
Xylem (জাইলেম)- কাষ্ঠতন্তু
Xenophobia (জেনোফোবিয়া)- বিদেশীদের সম্পর্কে অহেতুক ভয়
Xylograph (জাইলোগ্রাফ)- কাঠের উপর খোঁদাই
Xanthippe (জ্যানটিপি)- কলহ প্রিয় স্ত্রী, মুখরা রমনী
Xylophone (জাইলোফোন)- বাদ্যযন্ত্র বিশেষ
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।