আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 28: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 19
Back | Main Page
Lession 28: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 19

Lession 28: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 19

by Farhana Rahim on 2024-05-27 20:42:46 Last Updated by Farhana Rahim on2024-05-27 20:42:46

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1135


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 19

63. সব word- “TH” এর উচ্চারণ” ; কিন্তু নিচের word গুলোতে TH- এর উচ্চারণদ্ যেমন-
Than (দ্যান)- তোমাকে, তোকে
Then (দেন)- তখন
There (দেয়ার)- তথায়, সেখানে
Therefore (দেয়ারফোর)- সেজন্য, এজন্য
That (দ্যাট)- যে, যিনি, যাহা, যাহারা
The- { দি (before vowel), দ্যা (before consonant) দ্য (emphatically)}- এ, এই, সেই
Thee (দী)- তোমাকে, তোকে
Their (দেয়ার)- তাদের, তাহাদের, উহাদের
Them (দেম)- তাহাদিগেকে, তাদিগকে
These (দীজ)- এই সকল
They (দে)- তাঁরা, তাহারা, উহারা, ইহারা
This (দিস)- ইহা, এই
Though (দো)- যদিও
Bath (বাথ)- গোসল
Path (পাথ)- পায়ে চলা পথ
Breath (ব্রেথ)- শ্বাস-প্রশ্বাস
Both (বোথ)- উভয়
Soothe (সূদ)- শান্ত করা
Uncouth (আনকূথ)- জঘন্য, কুৎসিত
Ruth (রুথ)- দয়া, করুণা
With (উয়িথ)- দ্বারা, দিয়া
Tooth (টুথ)- দাঁত
Teeth (টীথ)- দাঁতগুলো
Teethe (টীদ)- দাঁত উঠা
Wreath (রীথ)- মালা
Wrath (্যাথ)- গভীর ক্রোধ, রাগ
Birth (বার্থ)- জন্ম
Underneath (আন্ডারনীথ)- নিচে
Wither (উয়িদার)- শুষ্ক হওয়া, ম্লান হওয়া
Sheath (শীথ)- কোষ
Sheathe (শীদ)- খাপে ভরা
Bathe (বেদ)- গোসল করা
Loathe (লৌদ)- অত্যন্ত অপছন্দ করা
Breathe (ব্রীদ)- শ্বাস ফেলা, শ্বাস ত্যাগ করা
Sooth (সূথ)- সত্য কথা
Brother (ব্রাদার)- ভাই
Other (আদার)- ভিন্ন
Weather (ওয়েদার)- আবহাওয়া
Leather (লেদার)- চামড়া
Ether (ঈথার)- নির্মল, আকাশ
Tether (টেদার)- পশু বন্ধনের রজ্জু
Thither (দিদ্যার)- সেখানে, তথায়
Withe (উয়িদ)- নমনীয় শাখা
Blithe (ব্লাইদ)- প্রফুল্ল, আনন্দিত




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 19
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 19
You Also Like