by Farhana Rahim on 2024-05-26 21:25:58 Last Updated by Farhana Rahim on2024-05-26 21:25:58
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1135
29. "OI" এর উচ্চারণ হবে "অই" । যেমন-
Coincide (কইনসাইড)- পরস্পর মিলিত হওয়া বা একরূপ হওয়া
Coin (কইন)- মুদ্রা
#Consonant- এর পর "OI" এর উচ্চারণ হয় "আই" । যেমন-
Foist (ফইস্ট)- খাটি বলে চালানো
Foible (ফইবল)- চরিত্রের দুর্বলতা, ক্ষুদ্র ভুল
Foil (ফইল)- পরাজয়
Join (জইন)- যোগদান করা
Joist (জইস্ট)- কড়ি কাঠ
Moist (মইস্ট)- ভিজা, আর্দ্র
Moil (মইল)- কঠিন পরিশ্রম করা, ভিজানো
Hoist (হইস্ট)- উত্তোলন করা, তোলা
30. EA + R + Consonant’’ – এভাবে ব্যবহৃত হলে, EA- এর উচ্চারণ হয় ‘‘আ’’, যেমন-
Heard (হার্ড)- শুনেছিল, শুনেছিলাম
Heart (হার্ট)- হৃদয়, হৃৎপিন্ড
Beard (বিয়্যার্ড)- দাঁড়ি
Bear (বিয়্যার)- বহন করা
31. Consonant + R + EA + R ভিন্ন অন্য Consonant-এভাবে ব্যবহৃত হলে, EA- এর উচ্চারণ হয় ‘‘এ’’। যেমন-
Bread (ব্রেড)- রুটি
Spread (স্প্রেড)- বিস্তার লাভ করা
Thread (থ্রেড)- সূতা
Threat (থ্রেট)- হুমকি, ভয় দেখানো
Dread (ড্রেড)- ভয় করা
32. Consonant + EA + Consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EA এর উচ্চারণ হয় ‘‘ঈ’’। যেমন-
Weather (ওয়েদ্যার)- আবহাওয়া
Feather (ফেদ্যার)- পালক
Tread (ট্রেড)- পদদলিত করা
Treat (ট্রীট)- আচরণ করা
Real (রীয়্যাল)- বাস্তব
Read (রীড)- পড়া
Zeal (জীল)- উৎসাহ
Lead (লীড)- পরিচালনা করা
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।