by Farhana Rahim on 2024-05-26 20:34:45 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:34:45
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1127
25. ‘EA’ + R – এভাবে ব্যবহৃত হলে এবং R –word – এর শেষে বর্ণ হলে, EA এর উচ্চারণ হয় ‘‘ঈঅ্যা’’। যেমন-
Gear (গীয়্যার)- যন্ত্রপাতি, পরিচ্ছদ
Smear (স্মীয়্যার)- চর্বি দ্বারা লেপন করা, কলঙ্ক, দাগ
Fear (ফীয়্যার)- ভয়
Hear (হীয়্যার)- শোনা
Near (নীয়্যার)- নিকটে
Tear (টীয়্যার)- ছেঁড়া
Ear (ঈয়্যার)- কান
26. EI / IE + Consonant- এভাবে ব্যবহৃত হলে EI / IE- এর উচ্চারণ হয় ‘‘ঈ’’। কিন্তু word শেষে IE ব্যবহৃত হলে তার উচ্চারণ হয় ‘‘আই। যেমন-
Tie (টাই)- বেঁধে দেওয়া, টাই
Conceive (কনসীভ)- চিন্তা করা, গর্ভবতী হওয়া
Lie (লাই)- শয়ন করা
Conceit (কনসীট)- অহংকার/ অহমিকা করা
Vie (ভাই)- প্রতিদ্বন্দিতা করা
Deceit (ডিসীট)- প্রতারণা করা
Forefeit (ফরফীট)- বাজেয়াপ্ত করা
Deceive (ডিসীভ)- প্রতারণা করা
Lien (লিঅ্যান)- অধিকার
Veil (ভেঈল)- ঘোমটা
Believe (বিলীভ)- বিশ্বাস করা
Magpie (ম্যাগপাঈ)- এক প্রকার ক্ষুদ্র পাখি, দোয়েল
27. শব্দস্থিত "OE"- এর উচ্চারণ হয় "ঈ" । যেমন-
Phoenix (ফীনিক্স)- রূপকথার পাখি বিশেষ
Amoeba (অ্যামিবা)- ক্ষুদ্র এককোষী প্রাণি
Dirrhoea (ডাইরিয়া)- পাতলা পায়খানা/ ডাইরিয়া
28. শব্দস্থিত EE + R – এভাবে ব্যবহৃত হরে এবং R –word- এর শেষ অক্ষর হলে, EE- এর উচ্চারণ হয়, ‘‘ইয়্যা’’। যেমন-
Peer (পিয়্যার)- সমকক্ষ/ সম্ভ্রান্ত ব্যক্তি
Steer (স্টিয়ার)- হাল ধরা
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।