আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 18: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 09
Back | Main Page
Lession 18: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 09

Lession 18: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 09

by Farhana Rahim on 2024-05-26 21:47:23 Last Updated by Farhana Rahim on2024-05-26 21:47:23

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1114


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 09

33. কিন্তু EE + R -ভিন্ন অন্য Consonant- এভাবে ব্যবহৃত হলে EE এর উচ্চারণ হয় ‘‘ যেমন
Meek (মীক)- বিনম্র, বিনীত
Steel (স্টীল)- ইস্পাত
Leech (লীচ)- জোঁক, চিকিৎসক
Leek (লীক)- গন্ধে স্বাদে পিয়াজের মতো সবজি
Peel (পীল)- খোসা, ছাল ছাড়ানো

34. E + R –এভাবে ব্যবহৃত হলে, এবং এর পর কোনো vowel না থাকলে, E- এর উচ্চারণ সচরাচর ‘‘‍অ্যা’’ হয়। কিন্তু E + R + E এভাবে ব্যবহৃত হলে এবং তারপর আর কোনো বর্ণ না থাকলে, প্রথম E-এর উচ্চারণ হয় ‘‘ইয়্যা’’ বা ‘‘এয়্যা’’ এবং পরবর্তী E অনুচ্চারিত থাকে। আবার E + Consonant + E + Consonant এভাবে ব্যবহৃত হলে সচরাচর দুটি E এরই উচ্চারণ হয় ‘‘’’/ ‘‘’’ যেমন-
Ferret (ফেরিট)- নকুল/ বেজি জাতীয় জন্তু
Ferric (ফেরিক)- লৌহ ঘটিত
Amber (অ্যাম্বার)- অম্বর
Cater (কেইট্যার)- খাদ্য সরবরাহ করা
Heretic (হেরেটিক)- প্রচলিত ধর্মমতের বিরুদ্ধবাদী
Here (হীয়ার)- এখানে
Heredity (হিরেডিটি)- বংশগতি
There (দেয়্যার)- তথায়, সেখানে
Mere (মিয়্যার)- কেবল, মাত্র

35. শব্দস্থিত OA + Consonant এভাবে ব্যবহৃত হলে OA- এর উচ্চারণ সচরাচর ‘‘’’ হয়। যেমন-
Toad (টৌড)- ব্যাঙ
Loaf (লৌফ)- গোটা, পাউরুটি
Load (লৌড)- বোঝাই করা
Loan (লৌন)- ঋণ
Loathe (লৌদ)- ঘৃণা করা
Coal (কৌল)- কয়লা
Coat (কৌট)- আবরণ, মোটা বা ঢিলে জামা

36.  শব্দস্থিত কিন্তু OA + R থাকলে OA- এর উচ্চারণ হয় ‘‘অ্য’’। যেমন-
Roar (রোর)- গর্জন করা
Hoard (হোরড)- মজুদ করা
Hoar (হোর)- শুভ্র
Boar (বোর)- শূকর
Board (বোরড)- তক্তা, মোটা শক্ত কাগজ




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 09
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 09
You Also Like