by Farhana Rahim on 2024-05-26 20:33:02 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:33:02
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1138
21. IGH- এর আগে E থাকলে EIGH- এর উচ্চারণ হয় ‘‘ই’’। যেমন-
Height (হাইট)- উচ্চতা
Freight (ফ্রেইট)- মালের ভাড়া
Sleight (স্লেইট)- দক্ষতা, চাতুরী
22. IGN – যদি word – এর শেষে থাকে তাহলে তার উচ্চারণ হয় ‘‘আইন’’। এক্ষেত্রে G – এর উচ্চারণ উহ্য থাকে । যেমন-
Design (ডিজাইন)- আঁকা, নকশা
Resign (রিজাইন)- পদত্যাগ করা
Benign (বিনাইন)- প্রসন্ন, সদাশয়, উদারচেতা
Sign (সাইন)- সই করা
Align (অ্যালাইন)- সমরেখ করা
Assign (অ্যাসাইন)- দায়িত্ব আরোপ করা
23. word - শেষে EIGN থাকলে তার উচ্চারণ হয় ‘‘এইন’’। যেমন-
Reign (রেইন)- শাসন করা, রাজত্ব করা
Deign (ডেইন)- প্রসন্ন হওয়া
Feign (ফেইন)- জাল করা, উদ্ভাবন করা
24. I + R + Consonant (vowel নয়) এভাবে ব্যবহৃত হয় I –এর উচ্চারণ হয় ‘‘আ’ কিন্তু ‘‘আই’’ নয়। যেমন-
First (ফারস্ট)- প্রথম, আদিম
Bird (বার্ড)- পাখি
Firth (ফার্থ)- উপ-সাগর
Firm (ফার্ম)- দৃঢ়
Flirt (ফ্লার্ট)- ঝাঁকানো, প্রেমের ভান করা
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।