আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 14: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 05
Back | Main Page
Lession 14: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 05

Lession 14: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 05

by Farhana Rahim on 2024-05-26 20:31:05 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:31:05

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1130


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 05

17. E / ER / R- এর স্থলে I থাকলে, কিংবা I এর পর দুটি Consonant থাকলে, I- এর উচ্চারণ হ্রস্ব ‘‘’’- এর মতো হয়। যেমন-
Immature (ইম্যাচিউর)- অপরিনত, নাবালক
Illegal (ইলিগ্যাল)- অবৈধ, বেআইনী
Immutable (ইমিউট্যাবল)- অপরিবর্তনীয়
Illusion (ইল্যুশন)- মায়া, বিভ্রম
Immolate (ইমোলেইট)- উৎসর্গ করা
Illude (ইলিউড)- প্রতারণা করা

18. ... I + R + E – এর ক্ষেত্রে যদি এই বর্ণ তিনটি word- এর শেষে থাকে, তাহলে I এর উচ্চারণ হয় ‘‘আয়্যা’’। যেমন-
Dire (ডায়্যার)- ভয়ংকর, মারাত্মক
Mire (মায়্যার)- কাদা, কর্দম
Desire (ডিজায়্যার)- কামনা করা
Satire (স্যাটায়্যার)- ব্যঙ্গ, বিদ্রুপ
Aspire (অ্যাসপায়্যার)- প্রবল ইচ্ছা

19. AI  + R থাকলে, এবং R word- এর শেষ বর্ণ হলে, AI- এর উচ্চারণ হয় ‘‘এয়্যা’’। যেমন-
Repair (রিপেয়্যার)- মেরামত করা
Debonair (ডেব্যানেয়্যার)– সুদর্শন ভদ্র; চমৎকার সুন্দর
Hair (হেয়্যার)- চুল
Chair (চেয়্যার)– চেয়্যার/ কেদারা
Fair (ফেয়্যার)– মেলা; সুন্দর

20. IGH- এর উচ্চারণে GH অনুচ্চারিত থাকে । তখন এই অংশটুকুর উচ্চারণ হয় ‘‘আই’’। যেমন-
Nigh (নাই)- নিকটে
Sigh (সাই)– দীর্ঘশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করা
Fight (ফাইট)- মারামারি
Night (নাইট)- রাত্র
Bright (ব্রাইট)- উজ্জ্বল
Right (রাইট)- সঠিক
Fright (ফ্রাইট)- ভয়
Tight (টাইট)- আঁটসাঁট, টানটান
Slight (স্লাইট)- হালকা-পাতলা, ক্ষীণদর্শন, তুচ্ছতাচ্ছিল্য
Sight (সাইট)- দৃষ্টি, দর্শন, দৃশ্য




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 05
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 05
You Also Like