আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 13: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 04
Back | Main Page
Lession 13: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 04

Lession 13: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 04

by Farhana Rahim on 2024-05-26 20:28:21 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:28:21

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1116


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 04

13. Consonant + IA + Consonant – এভাবে ব্যবহৃত হলে, IA- এর উচ্চারণ হয় ‘‘আইঅ্যা’’। যেমন-
Diamond (ডাইঅ্যাম্যান্ড)- হীরক
Dialogue (ডাইঅ্যালগ)- কথোপকথন, সংলাপ
Diameter (ডাইঅ্যামিটার)- ব্যাস
Dialect (ডাইঅ্যালেক্ট)- স্থানীয় ভাষা
Liable (লাইঅ্যাবল)- দায়ী
Fiat (ফাইঅ্যাট)- আদেশ
Vaiand (ভাইঅ্যান্ড)- খাদ্যসামগ্রী
Vial (ভাই্অ্যাল)- শিশি, ছোট বোতল
Via (ভায়া)- পথ ঘুরে, পথ হয়ে

14. ‘io’ এর উচ্চারণ হবে ‘আইয়’ ।
যেমনঃ Violet (ভাইয়লেট)- বেগুনী রং,
Biology (বাইয়লজি)- জীববিদ্যা,
Ionic ( আইয়নিক)- পদার্থের কণিকার চার্জিত হওয়া,
Ion (আইয়ন)- পদার্থের চার্জিত কণা

15. Consonant এর পরে ‘ai’ এর উচ্চারণ সর্বদাএইবাএয়্যাহয়
যেমনঃ Gait (গেইট)- হাটার ধরন, চলার ভাব-ভঙ্গি,
Fairy (ফেইরি)- পরী,
Jail (জেইল)- জেলখানা, কারাগার,
Rail (রেইল)- রেলের লাইন, গারদ,
Dairy (ডেয়্যারি)- দুগ্ধ খামার,
Daily (ডেইলি)- দৈনিক,
Fail (ফেইল)- অকৃতকার্য হওয়া,
Bait (বেইট)- টোপ
Tail (টেইল)- লেজ
Trait (ট্রেইট)- বিশেষ লক্ষণ, বৈশিষ্ট্য

16. Consonant + I  + Consonant + E / ER / RE / U –এভাবে ব্যবহৃত হলে I- এর উচ্চারণ সচারাচর ‘‘আই’’ হয়। যেমন-
Dilute (ডাইলিউট)- পাতলা করা
Diluvium (ডাইলুভিঅ্যাম)- প্লাবন
Dilate (ডাইলেইট)- বিস্তার




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 04
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 04
You Also Like