আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 12: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03
Back | Main Page
Lession 12: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03

Lession 12: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03

by Farhana Rahim on 2024-05-26 20:25:08 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:25:08

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1119


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03

9. UI + Consonant + I কিংবা Consonant + L / R + UI –এভাবে word গঠিত হলে, UI – এর উচ্চারণ হয় ‘‘ইউই’’বা ‘‘উই’’। যেমন-
Perpetuity (পারপিচিউইটি)- চিরস্থায়ীত্ব
Ingenuity (ইনজিনিউইটি)- অকপটতা
Inquisitive (ইনক্যুইজিটিভ)- অনুসন্ধিৎসু
Fluid (ফ্লুইড)- তরল পদার্থ
Intuition (ইনটিউইশন)- স্বতঃস্ফুর্ত জ্ঞান বা অনুভূতি)

10. UI + Consonant +  A / E / O এভাবে word গঠিত হলে সচরাচর UI- এর উচ্চারণ হয় ইংরেজি ‘‘আই’’ এর মত। যেমন-
Guide (গাইড)- পরিচালক, পথ-প্রদর্শক
Guile (গাইল)- ছলনা, প্রবঞ্চনা
Guise (গাইজ)- ছদ্মবেশ

11. চার সংখ্যা বিশিষ্ট word- Consonant + I + E –এভাবে I ব্যবহৃত হলে তার উচ্চারণ হয় ‘‘আই’’। যেমন-
Mice (মাইস)- ইঁদুর
Vice (ভাইস)- পাপ, দোষ, অপরাধ
Rice (রাইস)- চাউল, ভাত
Nice (নাইস)- সুন্দর, রুচিকর
Vile (ভাইল)- নীচ, দুষ্টু

12. Word এর প্রথমে I এর পর যদি Consonant + O / U / I / E থাকে , তাহলে তার উচ্চারণ সচরাচর ‘‘আই’’ হয়। যেমন-
Isometric (আইসোমেট্রিক)- সমপরিমাপ বিশিষ্ট
Ibis (আইবিস)- সারস জাতীয় পাখি
Iceberg (আইসবার্গ)- হিমশৈল
Ice (আইস)- বরফ
Idea (আইডিয়া)- ভাব, ধারণা
Icon (আইকন)- প্রতিমূর্তি
Identify (আইডেনটিফাই)- সনাক্তকরা
Ideal (আইডিয়াল)- আদর্শ
Idle (আইডল)- অলস, কুড়ে, ঢিলে
Identity (আইডেনটিটি)- পরিচিতি, পরিচয়
Idolator (আইডল্যাট্যার)- প্রতিমাপূজক, মূর্তিপূজাকারী
Idol (আইডল)- দেবমূর্তি, প্রতিমা
Isolate (আইসোলেইট)- পৃথক স্থানে রাখা
Ibex (আইবেক্স)- বন্য ছাগল




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03
You Also Like