by Farhana Rahim on 2024-05-26 20:13:18 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:13:18
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1124
5. U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়।) তাহলে ঐ দুটি Consonant- এর পর E / I / A থাকা সত্ত্বেও U- এর উচ্চারণ বাংলা ‘‘আ’’- এর মতো হয়। যেমন-
Incumbent (ইনকামবেন্ট)- বাধ্যতামূলক, উপরিস্থিত
Number (নাম্বার)- সংখ্যা
Consume (কনসিউম)- ব্যবহার করা, উপভোগ করা
Innumerable (ইনিউমার্যাবল)- অসংখ্য, অগন্য
6. ...O + Consonant + U + Consonant + A / E / I এভাবে word গঠিত হলে, u এর উচ্চারণ হয় ‘‘ইউ’’ এর মতো । যেমন-
Innocuous (ইনকিউঅ্যাস)- ক্ষতি করে না এমন
Monument (মনিউম্যান্ট)- স্মৃতিসৌধ
Document (ডকিউম্যান্ট)- দলিল
Procurement (প্র্রকিউরিম্যান্ট)- চেষ্টার দ্বারা পাওয়া
7. Consonant + U + Consonant- এভাবে word গঠিত হলে এক্ষেত্রে `u’ এর উচ্চারণ সাধারণত সংক্ষিপ্ত বাংলা ‘‘আ’’ এর মতো হয়। যেমন-
Null (নাল)- বাতিল
Husk (হাস্ক)- তুষ, ভুষি
But (বাট)- কিন্তু
Shut (শাট)- বন্ধ করা
Hut (হাট)- কুঁড়েঘর
8. UI + Consonant – এর পর অন্য কোন স্বরধ্বনি/স্বরবর্ণ (vowel) না থাকলে, UI- এর উচ্চারণ হয় ‘‘ইউ’’(e)। যেমন-
Guilty (গিলটি)- অপরাধী, দোষী
Circuit (স্যারকীট)- বর্তনী
Guild (গিলড)- সমবায়, সংঘ
Guilt (গিল্ট)- দোষ, অপরাধ
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।