আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 10: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01
Back | Main Page
Lession 10: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01

Lession 10: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01

by Farhana Rahim on 2024-05-26 20:10:22 Last Updated by Farhana Rahim on2024-05-26 20:10:22

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1138


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01

1. ...U + Consonant + Vowel এভাবে word গঠিত হলে, u এর উচ্চারণইউএর মত হয়
যেমনঃ Tube (টিউব)- নল,
Mute (মিউট)- নির্বাক,
University (ইউনিভার্সিটি)- বিশ্ববিদ্যালয়,
Molecule (মলিকিউল)- অণু

2. কিন্তু U-এর আগে Consonant + R/L থাকলে U-এর উচ্চারণ সচরাচর দীর্ঘ ‘‘’’ এর অনুরূপ হয়। যেমন-
Fluent (ফ্লুয়েন্ট)- স্বচ্ছন্দ গতিবিশিষ্ট
Flute (ফ্লুট)- বাঁশি
Flue (ফ্লু)- ইনফ্লুয়েঞ্জা
Fluid (ফ্লুইড)- তরল
Brute (ব্রুট)- নির্দয়, পাষন্ড

3. U + E-এর আগে Consonant + R বা L না থাকলে, U এর উচ্চারণ হয় ‘‘ইউ’’ এর মতো। যেমন-
Clue (ক্লু)- সূত্র
Hue (হিউ)- রং
Glue (গ্লু)- আঠা
Sue (স্যু)- আদালতে অভিযুক্ত করা

4. কিন্তু U এর আগে R বা L এককভাবে থাকলে তার আগে E বা Consonant + E / L থাকা সত্ত্বেও তার উচ্চারণ হয় ‘‘’’( ) যেমন-
Nude (নিউড)- নগ্ন, অনাবৃত, ন্যাংটা
Humid (হিউমিড)- আর্দ্র, সিক্ত, ভেজা, স্যাঁতসেঁতে
Rue (রূ)- দুঃখ
Rule (রূল)- নিয়ম
Lucid (লূসিড)- উজ্জ্বল
Luminous (লূমিনাস)- দীপ্তিমান, উজ্জ্বল
Mule (মিউল)- খচ্চর
Rude (রূড)- অভদ্র, রূঢ়, অসভ্য, অশিষ্ট




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01
You Also Like