by Farhana Rahim on 2024-05-27 21:20:44 Last Updated by Farhana Rahim on2024-05-27 21:20:44
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1144
Rule-3 : ei নাকি ie?
সাধারণত c-এর পর ei এবং অন্যান্য ক্ষেত্রে i আগে এবং e পরে বসে। কিন্তু c এরপর ছাড়াও ei অনেক শব্দের মধ্যে হয়। নিচে ei এবং ie সংবলিত গুরুত্বপূর্ন কিছু শব্দের তালিকা দেওয়া হলো-
Ei সংবলিত শব্দ |
Ie সংবলিত শব্দ |
Conceive (ধারণা করা, গর্ভবতী হওয়া), deceive (ঠকানো), perceive (উপলব্ধি করা), receive (পাওয়া, গ্রহণ করা), either, neither, counterfeit (জাল করা, নকল করা), forfeit (খোয়ানো), height (উচ্চতা), heinous (ঘৃণ্য), heir (উত্তরাধিকারী), leisure (অবসর), neighbor (প্রতিবেশী), reign (শাসনামল, রাজত্ব করা), veil (নেকাব, ছদ্মবেশ), weigh (ওজন করা), weight (ওজন), spontaneity (স্বতঃস্ফূর্ততা) [spontaneous এর noun] |
Achieve (অর্জন করা), belief (বিশ্বাস), believe (বিশ্বাস করা), die, piece (টুকরা), relief (উপশম, স্বস্তি), relieve (স্বস্তি দেওয়া), costliest (সবচেয়ে দামী), mightier (বেশি শক্তিশালী), mightiest (সবচেয়ে শক্তিশালী), lie, tie, piety |
Rule-4 : ance নাকি ence?
Ance সংবলিত শব্দ |
ence সংবলিত শব্দ |
Assistance (সাহায্য), importance (গুরুত্ব), maintenance (রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ), guidance (পথনির্দেশক, নেতৃত্ব), ignorance (অজ্ঞতা), significance (তাৎপর্য), perseverance (অধ্যবসায়), tolerance (সহিষ্ণুতা), performance (কর্ম, কৃতিত্ব,), arrogance (ঔদ্ধতা), renaissance (রেনেসাঁ) Acquaintance. |
Independence (স্বাধীনতা), |
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।