by Farhana Rahim on 2024-06-07 12:08:44 Last Updated by Farhana Rahim on2024-06-07 12:08:44
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1152
শব্দের বিশিষ্ট প্রয়োগ
মাথা
মাথা |
বুদ্ধি |
মাথা খাওয়া |
সর্বনাশ করা |
মাথা |
সর্বেসর্বা |
মাথা খাওয়া |
শপথ করা |
মাথা দেওয়া |
অংশগ্রহণ করা |
মাথা খাটানো |
বুদ্ধি খাটানো |
মাথা দেওয়া |
দায়িত্ব গ্রহণ |
মাথা গরম করা |
রাগান্বিত হওয়া |
মাথা গোঁজা |
আশ্রয় |
মাথা ঘামানো |
চিন্তা করা |
মাথা হেঁট করা |
লজ্জায় মাথা নিচু করা |
মাথায় ঢোকা |
বোধগম্য হওয়া |
মাথা ধরা |
রোগ বিশেষ |
মাথায় হাত বুলানো |
ফাঁকি দেওয়া |
মাথা ব্যথা |
আগ্রহ |
মাথাপিছু |
জনপ্রতি |
মাথা কাটা যাওয়া |
সম্মানহীন |
রাস্তার মাথায় |
মিলন স্থলে |
গাঁয়ের মাথা |
মোড়ল |
রাগের মাথায় |
হঠাৎ ক্রোধবশত |
মুখ
মুখ রক্ষা |
সম্মান বাঁচানো |
মুখ খারাপ |
গালি |
মুখ করা |
গাল মন্দ করা |
মুখ ভার |
গম্ভীর |
মুখ ছুটা |
গালিগালাজের আরম্ভ |
মুখ সামলানো |
সাবধানে |
মুখ তুলে চাওয়া |
অনুগ্রহ করা |
মুখপোড়া |
নির্লজ্জ |
কান
কানে খাটো |
কম শোনা |
কান ভারি |
কুপরামর্শ |
কানে তোলা |
মনোযোগ দেয়া |
খান খাড়া |
উৎকর্ণ |
কান কাটা |
নির্লজ্জ |
কান পাতলা |
অতি বিশ্বাসী |
চোখ
চোখের চামড়া |
লজ্জা |
চোখ রাঙ্গানো |
রাগ দেখানো |
চোখ টাটানো |
ঈর্ষা |
চোখ রাখা |
দৃষ্টি রাখা |
চোখ ফোটা |
জ্ঞান হওয়া |
চক্ষুদান |
চুরি করা |
কাঁচা
কাঁচা |
অসিদ্ধ |
কাঁচা |
অল্প বয়স |
কাঁচা |
অপরিপক্ক |
কাঁচা |
অস্থায়ী |
কাঁচা |
অদক্ষ |
কাঁচা |
মাটির তৈরি |
পাকা
পাকা |
পরিপক্ক |
পাকা |
ইটের তৈরি |
পাকা |
অভিজ্ঞ/দক্ষ |
পাকা |
সাদা |
পাকা |
স্থায়িত্ব |
|
|
কথা
কথা |
পরামর্শ |
কথা |
আদেশ |
কথা |
সাধারণ বাক্যালাপ |
কথা |
মতের মিল |
কথা |
ওয়াদা |
কথা |
বকুনি |
কাটা
কাটা |
খণ্ড বা টুকরো করা |
কাটা |
বিক্রি হওয়া |
কাটা |
দূর হওয়া |
কাটা |
এড়িয়ে চলা |
কাটা |
অতিবাহিত হওয়া |
কাটা |
বিপদ দূর হওয়া |
কাটা |
লজ্জা পাওয়া |
|
|
লাগা
লাগা |
থামা |
লাগা |
আঘাত |
লাগা |
অংশগ্রহণ |
লাগা |
শত্রুতা |
লাগা |
অনুভূত হওয়া |
লাগা |
প্রয়োজন |
ধরা
ধরা পড়া |
অসৎ কাজের জন্য আটকে যাওয়া |
কলম ধরা |
লেখালেখি শুরু করা |
মনে ধরা |
পছন্দ হওয়া |
রোগে ধরা |
আক্রান্ত হওয়া |
দোষ ধরা |
ভুল ধরা |
দাম ধরা |
মূল্য নির্ধারণ |
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।