by Farhana Rahim on 2024-06-07 11:50:05 Last Updated by Farhana Rahim on2024-06-07 11:50:05
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1220
ভাষা
বাংলা ভাষা
# মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। বাংলা ভাষার প্রধান রুপ দুটি হলো-সাধু ও চলিত রুপ।
# সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদের ব্যবহারে।
# সাধু ভাষার বৈশিষ্ট্য- গুরুগম্ভীর এ রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি।
# সাধু ভাষার নাটকের সংলাপ, বক্তৃতা ও আলোচনায় অনুপযোগী।
# বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।
# চলিত ভাষারীতির বৈশিষ্ট্য-পরিবর্তনশীলতা।
ব্যাকরণ
# ব্যাকরণ= (বি+আ+কৃ+অন) অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।বাংলা ব্যাকরণ গ্রন্থ
# বাংলা ভাষার প্রথম ব্যাকরণ (পতুর্গিজ ভাষায় লিখিত) পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুস্পসাউ রচিত "ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ" (১৭৪৩)।ব্যাকরণ গ্রন্থ |
গ্রন্থকার |
A Grammar of the Bangali Language (১৮০১) |
উইলিয়াম কেরি |
বাংলা ব্যাকরণ (১৮৫৩) |
শ্যামাচরণ সরকার |
ব্যাকরণ কৌমুদী (১৮৫৩) |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
বাঙ্গলা ব্যাকরণ |
ড.মুহম্মদ শহীদুল্লাহ |
ব্যাকরণ মঞ্জরী |
ড. মুহম্মদ এনামুল হক |
ভাষারোধ বাঙ্গলা ব্যাকরণ |
নকুলেশ্বর বিদ্যাভূষণ |
আধুনিক বাংলা ব্যাকরণ |
জগদীশচন্দ্র ঘোষ |
ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ |
সুনীতিকুমার চট্রোপাধ্যায় |
বাংলা ভাষার ব্যাকরণ |
মুনীর চৌধুরী, ইব্রাহীম খলিল ও মোফাজ্জল হায়দার চৌধুরী |
প্রমিত বাংলাভাষার ব্যাকরণ ( বাংলা একাডেমি প্রণীত) |
রফিকুল ইসলাম ও পবিত্র সরকার |
বাংলা ব্যাকরণে আলোচিত বিষয়
ধ্বনিতত্ত্ব |
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব |
বাক্যতত্ত্ব |
সন্ধি, ণ-ত্ব বিধি ও ষ-ত্ব বিধি। |
লিঙ্গ, সমাস, কারক, বচন, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, বাচ্য, প্রত্যয়। |
যতিচিহ্ন, বাগধারা, পদ ধ্বনি গঠন। |
বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।