আপনি এখন আছেন- Home >>>Job Digest Bangla>>> Job Digest বাংলা ভাষা
Back | Main Page
Job Digest বাংলা ভাষা

Job Digest বাংলা ভাষা

by Farhana Rahim on 2024-06-07 11:50:05 Last Updated by Farhana Rahim on2024-06-07 11:50:05

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1220


ভাষা
বাংলা ভাষা

# মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। বাংলা ভাষার প্রধান রুপ দুটি হলো-সাধু ও চলিত রুপ।
# সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদের ব্যবহারে।
# সাধু ভাষার বৈশিষ্ট্য- গুরুগম্ভীর এ রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি।
# সাধু ভাষার নাটকের সংলাপ, বক্তৃতা ও আলোচনায় অনুপযোগী।
# বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।
# চলিত ভাষারীতির বৈশিষ্ট্য-পরিবর্তনশীলতা।

ব্যাকরণ

# ব্যাকরণ= (বি+আ+কৃ+অন) অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
# ব্যাকরণ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে।
# ভাষার অভ্যন্তরীণ শূঙ্খলা আবিস্কারের নামই-ব্যকরণ।
# ব্যাকরণের প্রধান কাজ -ভাষার বিশ্লেষণ।
# অর্থতত্ব আলোচিত হয়- ব্যাকরণের উচ্চস্তরে।

বাংলা ব্যাকরণ গ্রন্থ

# বাংলা ভাষার প্রথম ব্যাকরণ (পতুর্গিজ ভাষায় লিখিত) পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুস্পসাউ রচিত "ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ" (১৭৪৩)।
# বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ (ইংরেজিতে তবে আংশিক বাংলা মুদ্রিত) ন্যথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত "A Grammar of the Bangal Language" (১৯৯৮)।
# উইলিয়াম কেরি ১৮০১ সালে ইংরেজিতে A Grammar of the Bangali Language নামে ব্যাকরণ রচনা করেন।
# বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় "গৌড়ীয় ব্যাকরণ" নামে ১৮৩৩ সালে (এটিই প্রথম কর্তৃক রচিত ব্যাকরণ)।
# উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যকরণবিদ- পাণিনি।
# ড.সুনীতিকুমার চট্রাপাধ্যায় রচিত ব্যাকরণ গ্রন্থ- "ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ"।
# "ব্যাকরণ কৌমুদী" রচয়িতা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং "ব্যাকরণ মঞ্জুরী" গ্রন্থর রচয়িতা-ড. মুহাম্মদ এনামুল হক।
# বাংলাভাষার প্রথম ব্যাকরণবিদ- মনোএল দ্য আসসুম্পসাউ কিন্তু টাইপ সহযোগে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন-ন্যথানিয়েল ব্রাসি হ্যালহেড।

ব্যাকরণ গ্রন্থ

গ্রন্থকার

A Grammar of the Bangali Language (১৮০১)

উইলিয়াম কেরি

বাংলা ব্যাকরণ (১৮৫৩)

শ্যামাচরণ সরকার

ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বাঙ্গলা ব্যাকরণ

ড.মুহম্মদ শহীদুল্লাহ

ব্যাকরণ মঞ্জরী

ড. মুহম্মদ এনামুল হক

ভাষারোধ বাঙ্গলা ব্যাকরণ

নকুলেশ্বর বিদ্যাভূষণ

আধুনিক বাংলা ব্যাকরণ

জগদীশচন্দ্র ঘোষ

ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ

সুনীতিকুমার চট্রোপাধ্যায়

বাংলা ভাষার ব্যাকরণ

মুনীর চৌধুরী, ইব্রাহীম খলিল ও মোফাজ্জল হায়দার চৌধুরী

প্রমিত বাংলাভাষার ব্যাকরণ ( বাংলা একাডেমি প্রণীত)

রফিকুল ইসলাম ও পবিত্র সরকার

বাংলা ব্যাকরণে আলোচিত বিষয়


ধ্বনিতত্ত্ব

শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব

বাক্যতত্ত্ব

সন্ধি, ণ-ত্ব বিধি ও ষ-ত্ব বিধি।

লিঙ্গ, সমাস, কারক, বচন, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, বাচ্য, প্রত্যয়।

যতিচিহ্ন, বাগধারা, পদ ধ্বনি গঠন।




বি.দ্র.: বিভিন্ন সরকারী চাকুরীর প্রশ্নের জব ডাইজেস্ট এর জন্য "প্রফেসরস জব ডাইজেস্ট" অথবা "অ্যাসুরেন্স জব জাইজেস্ট" বই পড়তে পারেন।

Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: Job Digest বাংলা ভাষা
Tag: Job Digest বাংলা ভাষা
You Also Like