আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 21: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 12
Back | Main Page
Lession 21: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 12

Lession 21: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 12

by Farhana Rahim on 2024-05-26 22:19:05 Last Updated by Farhana Rahim on2024-05-26 22:19:05

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1122


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 12

45. R + Vowel +NCH এভাবে ব্যবহৃত হলে, ‘‘NCH’’- এর উচ্চারণ ‘‘নচ্’’ হয়। যেমন-
Crunch (ক্রাঞ্চ)- চিবানো, গুড়ানো
Trenchant (ট্রেঞ্চট)- তীক্ষ্ণ, মর্মভেদী
Trench (ট্রেঞ্চ)- পরিখা, খাদ
French (ফ্রেঞ্চ)- ফরাসি জাতি
France (ফ্রান্স)- ফরাসি জাতি
Branch (ব্রাঞ্চ)- শাখা, ডাল
Wrench (রেঞ্চ)- মোচড়ানো

46.  ইংরেজি কোন word – এর শেষে gh থাকলে, তার উচ্চারণ হয় কিংবা কখনো তা অনুচ্চারিত থাকে। কিন্তু এর পর ‘t’ বা ‘m’ থাকলে, ‘gh’ উচ্চারিত হয় না। যেমন-
Tough (টাফ)- কঠিন, শক্ত
Rough (রাফ)- কর্কশ, খসড়া
Laugh (লাফ)- হাসা
Cough (কফ)- কাশা
Clough (ক্লাফ)- উপত্যকা
এখানে gh অনুচ্চারিত
Bough (বাউ)- গাছের ডাল
Bright (ব্রাইট)- উজ্জ্বল
Caught (কট)- ধরা
Drought (ড্রাউট)- অনাবৃষ্টি
Dough (ডো)- রুটির বা লুচির ভেজা ময়দার তাল
Draught (ড্রাফট)- এক ঢোক বা চুমুক, আকর্ষণ
Thorough (থোরৌ)- সম্পূর্ণ, অখন্ড
Thought (থট)- চিন্তা
Thigh (থাই)- উরু
Through (থ্রু)- মধ্য দিয়ে
Might (মাইট)- শক্তি
Sight (সাইট)- দৃষ্টিশক্তি, দৃশ্য
Sleight (স্লেইট)- চাতুরি, দক্ষতা
Sigh (সাই)- দীর্ঘশ্বাস, ছাড়া
Fight (ফাইট)- যুদ্ধ করা
Freight (ফ্রেইট)- জাহাজের মাল, মালের ভাড়া
Flight (ফ্লাইট)- উড্ডয়ন
Fright (ফ্রাইট)- ভয়, ভয় দেয়া
Naughty (নটি)- দুষ্ট
Nigh (নাই)- নিকটে
Naught (নট)- কিছু না
High (হাই)- উঁচু
Hight (হাইট)- উচ্চতা
Haughty (হটি)- উদ্ধত, গর্বিত
Plough (প্লাউ)- লাঙ্গল, লাঙ্গল দ্বারা চাষ করা




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 12
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 12
You Also Like