by Farhana Rahim on 2024-05-26 22:06:51 Last Updated by Farhana Rahim on2024-05-26 22:06:51
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1116
41. M + B পরপর থাকলে এবং B- এর পর অন্য কোনো vowel না থাকলে, B অনুচ্চারিত থাকে। যেমন-
Benumb (বিনাম)- অবশ করা
Bomb (বৌম)- বোমা
Comb (কৌম)- চিরুনি
Dumb (ডাম)- বোবা, নীরব
Thumb (থাম)- হাতের বুড়ো আঙুল
Tomb (টম)- কবর, সমাধি
Numb (নাম)- অসাড়, অবশ
42. L + M পাশাপাশি থাকলে এবং পরে vowel না থাকলে, L-উচ্চারিত হয় না। যেমন-
Alms (আম্স)- ভিক্ষা
Balm (বাম)- সুগন্ধ মলম
Calm (কাম)- শান্ত
Palm (পাম)- তাল গাছ
Palm (পাম)- হাতের তালু
Psalm (সাম)- প্রার্থনা সঙ্গীত, স্তব
Qualm (কুয়াম)- সাময়িক দুর্বলতা বা অসুস্থতাবোধ
Embalm (ইমবাম)- সুবাসিত করা
43. P + S পাশাপাশি থাকলে এবং P- এর আগে কোনো vowel না থাকলে, p উচ্চারিত হয় না। যেমন-
Psyche (সাইকি)- আত্মা, মন
Psychology (সাইকোলজি)- মনোবিদ্যা
Pseudonym (সিউডোনিম)- ছদ্মনাম
Psephology (সীফোলজি)- নির্বাচন, ভোটদান প্রভৃতির ধারা নির্ণায়ক বিদ্যা
Psora (সৌরা)- খোস-পাচড়া, চুলকানি
Psilosis (সাইলোসিস)- লোম ঝরে যাওয়া বা চুল উঠে যাওয়া
Psittacine (সিট্যাসাইন)- তোতাপাখি সদৃশ
Pshaw (শ্য)- অবজ্ঞা বা অধৈর্য প্রকাশক ধ্বনি
44. LM- এর আগে কোনো vowel অর্থাৎ ‘‘ই’’ বা ‘‘ঈ’’ বা ‘‘এ’’ ধ্বনি থাকলে L উচ্চারিত হয়। যেমন-
Elm (এলম)- দেবদারু জাতীয় বৃক্ষ
Film (ফিলম)- ফটো তোলার ফিল্ম, চলচ্চিত্র
Realm (রেলম)- এলাকা
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।