by Farhana Rahim on 2024-05-29 21:37:31 Last Updated by Farhana Rahim on2024-05-29 21:37:31
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1405
# ডলার মুদ্রা প্রচলিত ২৪টি দেশের নাম মনে রাখার সহজ কৌশল-
* গনি মাঝির ফিট জামাই সলোমন কি HSC পাশ করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল না?
সংকেত |
দেশের নাম |
গ |
গায়ানা |
নি |
নিউজিল্যান্ড |
মা |
মার্কিন যুক্তরাষ্ট্র |
ঝি |
জিম্বাবুয়ে |
ফি |
ফিজি |
ট |
টুভ্যালু |
জামাই |
জামাইকা |
সলোমন |
সলোমন দ্বীপপুঞ্জ |
কি |
কিরিবিতি |
H |
হংকং |
S |
সিঙ্গাপুর |
C |
কানাডা |
B |
বেলিজ/ বার্বাডোজ/ বাহামা |
B |
ব্রুনাই/ বাহরাইন |
A |
এন্টিগুয়া ও বারমুডা |
পড়তে |
পূর্ব তিমুর |
অস্ট্রেলিয়া |
অস্ট্রেলিয়া |
গে |
গ্রানাডা |
ল |
লাইবেরিয়া |
না |
নাউরু |
বি.দ্র.: শর্ট টেকনিক সম্পর্কিত হার্ড বই পড়তে হলে গোপাল রায় স্যারের "সিস্টেমে সাধারণ জ্ঞান" অথবা "MR Method" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।