by Farhana Rahim on 2024-05-09 11:10:09 Last Updated by Farhana Rahim on2024-05-22 09:27:09
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 2598
# জিব্রা আই আট ভূমে ।
প্রণালি |
পৃথক করেছে |
সংযুক্ত করেছে |
(জিব্রা) জিব্রাল্টার |
(আই) আফ্রিকা- ইউরোপ |
(আট ভূমে) আটলান্টিক- ভূমধ্যসাগর |
# এশিয়ার আম পাবে উত্তর বেরিং এ গেলে ।
প্রণালি |
পৃথক করেছে |
সংযুক্ত করেছে |
বেরিং |
(এশিয়ার আম) এশিয়া- আমেরিকা |
উত্তর সাগর- বেরিং সাগর |
# বাবা, মাকে নিয়ে এশিআ ঘুরে এলো ।
প্রণালি |
পৃথক করেছে |
সংযুক্ত করেছে |
(বাবা-মা) বাব- এল মানদেব |
(এশিআ) এশিয়া- আফ্রিকা |
(এলো) এডেন সাগর- লোহিত সাগর |
# যুফ্রান ইলিশ ধরার জন্য উত্তর সাগরে ডুব দিল ।
প্রণালি |
পৃথক করেছে |
সংযুক্ত করেছে |
(ডুব) ডোভার প্রণালি |
(যুফ্রান) যুক্তরাজ্য- ফ্রান্স |
(ইলিশ- উত্তর) ইংলিশ চ্যানেল- উত্তর সাগর |
# শ্রীভা পক করে আভাকে দেখে হাসল ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
পক প্রণালি | (শ্রীভা) শ্রীলংঙ্কা- ভারত | (আভা) আরব সাগর- ভারত মহাসাগর |
# বস, মম ও কৃষ্ণকে এইমাত্র ডাকলেন ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
(বস) বসফরাস প্রণালি | (এই) এশিয়া- ইউরোপ | (মম, কুষ্ণ) মর্মর সাগর- কৃষ্ণ সাগর |
# এদিকে আই, হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
হরমুজ প্রণালি | (আই) আরব- ইরান | (ওমান পার) ওমান উপসাগর- পারস্য উপসাগর |
# ইংলিশ চিকেন ফ্রাই নিয়ে উত্তর আটলান্টিক সাগরে যাবে ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
(চিকেন) ইংলিশ চ্যানেল | (ইংলিশ ফ্রাই) ইংল্যান্ড- ফ্রান্স | (উত্তর আটলান্টিক) উত্তর সাগর – আটলান্টিক মহাসাগর |
# চীতা চীট ফর মি ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
(ফর) ফরমোজা প্রণালি | (চীতা) চীন- তাইওয়ান | (চীট) চীন সাগর- টংকিং সাগর |
# আট কিউবার নাগরিক ফ্লোরিডা হয়ে মেক্সিকো গেল ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
ফ্লোরিডা প্রণালি | ফ্লোরিডা- কিউবা | মেক্সিকো উপসাগর- আটলান্টিক মহাসাগর |
# ভূমিতে টিরহেনিয়ান আসিবে ।
প্রণালি | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
সিসিলি প্রণালি | (আসি) আফ্রিকা- সিসিলি | ভূমধ্যসাগর- টিরহেনিয়ান সাগর |
বি.দ্র.: শর্ট টেকনিক সম্পর্কিত হার্ড বই পড়তে হলে গোপাল রায় স্যারের "সিস্টেমে সাধারণ জ্ঞান" অথবা "MR Method" বই পড়তে পারেন।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।