আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 5: কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 03
Back | Main Page
Lession 5: কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 03

Lession 5: কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 03

by Farhana Rahim on 2024-05-18 21:18:23 Last Updated by Farhana Rahim on2024-05-18 21:18:23

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1151


কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 03

13. প্রথম word এর শেষ অক্ষর ‘D’ আর পরবর্তী word এর প্রথম অক্ষর ‘Y’ হলে ‘D’+ ‘Y’ এর মিলিত উচ্চারণ হবে ‘ইউ’ অর্থাৎ ‘D’+ ‘Y’= জিও
যেমনঃ Had you (হ্যাজিও),
Did you (ডিজিও),
Should you (সুজিও),
Could you (কুজিও),
Would you (উজিউ/ উজু),
And you (এ্যান্ডিও),
Lend you (লেন্ডিও),
Send you (সেন্ডিও)

14. Ea এর উচ্চারণ হবে “ই, ঈ, আ, ইয়া” ‌এর মত
যেমনঃ Hear (হিয়া)- শোনা,
Pea (পী)- মটরশুটি,
Sea (সী)- সাগর/ হ্রদ

15. Ee এর উচ্চারণ হবে “ই, ঈ, ইয়া” এর মত ।
যেমনঃ See (সী)- দেখা,
Deer (ডিয়ার)- হরিণ

16. Eau এর উচ্চারণ হবে “ আউ, ইউ” এর মত ।
যেমনঃ Beau (বাউ)- নাগর,
Beauty (বিউটি)- সুন্দর, সৌন্দর্য

17. Ei এর উচ্চারণ হবে “এই, ঈ” এর মত ।
যেমনঃ Eight (এইট)- আট,
Eid (ঈদ)

18. Gm/ Gn পাশাপাশি থাকলে g এর উচ্চারণ লোপ পায়
যেমনঃ Paradigm (প্যারাডিম)- প্রকৃতি- প্রত্যয়ের উদাহরণমালা ।
Gnu (ন্যূ)- একজাতের হরিণ
Gnash (ন্যাশ)- দাঁত করমড় করা ।

19. Gue এর উচ্চারণ হবে ‘গ’ কিন্তু শব্দের শুরুতে থাকলে ‘গে’ হবে ।
যেমনঃ Fugue (ফিউগ)- সঙ্গীতের রচনা বিশেষ ।
Guest (গেস্ট)- আত্মীয়/ মেহমান




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 03
Tag: কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 03
You Also Like