by Farhana Rahim on 2024-05-18 21:13:37 Last Updated by Farhana Rahim on2024-05-18 21:13:37
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1172
1. A + consonant + vowel এভাবে ব্যবহৃত হলে consonant এর পূর্বের ‘a’ এর উচ্চারণ ‘এই’ এর মত হয় ।
যেমনঃ Made( মেইড)- তৈরিকৃত,
Mate ( মেইট)- পশুদের যৌন মিলন,
Hate ( হেইট)- ঘৃণা করা,
Nation ( নেইশান)- জাতি ইত্যাদি ।
2. Ae এর উচ্চারণ হবে ‘এয়া’, ‘এআ’ এর মত ।
যেমনঃ Aerate (এআরেইট)- বায়ুবাহিত করা,
Aerodrome (এয়ারড্রৌম)- ব্যক্তিগত বিমান ।
3. Age/ ede এর উচ্চারণ হবে ‘ইজ’ এর মত ।
যেমনঃ Image (ইমিজ)- প্রতিমা, ছবি,
Coverage (কভারিজ)- প্রতিবেদন প্রচার,
Cleavage (ক্লীভিজ)- মেয়েদের বুকের খোলা অংশ,
Knowledge (নলিজ)- জ্ঞান,
Average (এ্যাভারিজ)- গড়,
Storage (স্টোরিজ)- সংরক্ষণ / সঞ্চয়,
Leakage (লীকিজ)- ছিদ্রপথ,
Breakage (ব্রেকিজ)- ভাঙ্গন,
Foilage (ফৌলিজ)- পত্রসম্ভার,
Manage (ম্যানিজ)- যোগাড় করা, ব্যবস্থা করা,
Manager (ম্যানিজার)- ব্যবস্থাপক,
Hostage (হস্টিজ)- জিম্মি,
Vintage (ভিন্টিজ)- মৌসুমী মদ,
Village (ভিলিজ)- গ্রাম,
Blockage (ব্লকিজ)- অবরুদ্ধ অবস্থা,
Sewerage (সুআরিজ)- পয়োনিষ্কাশন ব্যবস্থা,
Drainage (ড্রেইনিজ)-পয়োনিষ্কাশন ব্যবস্থা,
Usage (ইউসিজ)- ব্যবহার,
Forager (ফরিজার)- গবাদি পশুর খাদ্য সংরক্ষণকারী,
Forage (ফরিজ)- গবাদি পশুর খাদ্য,
Rummage (রামিজ)- খোজ করা,
Nonage (নৌনিজ)- অপ্রাপ্তবয়স্কতা ।
ব্যতিক্রমঃ
Age (এইজ)- বয়স,
Agenda (অ্যাজেন্ডা)- আলোচ্যসূচী,
Allege (অ্যালেজ)- প্রমানহীন অভিযোগ,
Collage (কলেজ)- মহাবিদ্যালয় ।
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।