by Farhana Rahim on 2024-05-27 20:38:51 Last Updated by Farhana Rahim on2024-05-27 20:38:51
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1126
58. SC- এর পর IO (U) / IE / OU থাকলে, “SC”-এর উচ্চারণ হয় "সক্"। আবার SCI word- এর প্রথমে থাকলে, তার উচ্চারণ “শ” এর পরিবর্তে, “স্” হয়। যেমন-
Conscionable (কনশন্যাবল)- বিবেক চালিত
Conscious (কনশাস)- সচেতন, সজ্ঞান
Conscience (কনশেনস)- বিবেক, ভাল মন্দ বিচার করার শক্তি, নীতিবোধ
Luscious (লাশ্যাস)- সুমিষ্ট
Science (সায়িন্স)- বিজ্ঞান
Scissors (সিজরস)- কাঁচি
Scimitar (সিমিট্যার)- খড়গ, ভোজালি
Scintilla (সিনটিল্যা)- স্ফুলিঙ্গ
Sciolism (সাইওলিজ)- মিথ্যা জ্ঞানের বড়াই, পন্ডিতসম্মন্যতা
Sciolist (সাইওলিস্ট)- নিজেকে যে মিথ্যা জ্ঞানের পন্ডিত মনে করে
Scion (সাইওন)- পল্লব, কলমের শাখা
Sciatic (সাইঅ্যাটিক)- কটি বা নিতম্ব সংক্রান্ত
Unconscious (আনকনশাস)- অচেতন
59. KN বা GN- এর আগে vowel থাকলে K / G উচ্চারিত হয়, n উহ্য থাকে । যেমন-
Agnostic (অ্যাগনস্টিক)- অজ্ঞেয়বাদী
Acknowledge (অ্যাকনলেজ)- সত্যতা স্বীকার করা, মেনে নেয়া
Prognostic (প্রগনস্টিক)- পূর্বাভাসসূচক, ভাবী লক্ষণ
60. TUTE –টিউট, TUDE –টিউড/ চিউড, TION –শন্, TIO –শিও, TIOUS –শ্যাস, TOUS –ট্যাস, UOUS –ইউঅ্যাস, TUS –টাস, TURE –চ্যার। যেমন-
Aptitude (এপিচিউড)- ঝোক, স্বাভাবিক ক্ষমতা
Culmination (কালমিনেশন)- সর্বোচ্চ সীমা
Multitude (মালটিচিউড)- জনসাধারণ, সাধারণ লোক
Institute (ইনস্টিটিউট)- স্থাপন করা, প্রতিষ্ঠা করা, আরম্ভ করা
Prostitute (প্রসটিটিউট)- পতিতা, বেশ্যা
Platitude (প্ল্যাটিটিউড)- মামুলী মন্তব্য, নীরস, বৈচিত্র্যহীন উক্তি
Latitude (ল্যাটিটিউড)- অক্ষাংশ, অর্থের বিস্তার, স্বাধীনতা
Examination (ইকজ্যামিনেশন)- পরীক্ষা, অনুসন্ধান, পরখ
Momentous (মোমেনটাস)- আবশ্যক, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ
Nature (নেচার)- প্রকৃতি, সৃষ্টি, জড়জগৎ
Verification (ভেরিফিকেশন)- সত্য প্রতিপাদন
Lecture (লেকচার)- বক্তৃতা, উপদেশ
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।