আপনি এখন আছেন- Home >>>Spelling Zero to Hero >>> Lession 23: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14
Back | Main Page
Lession 23: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14

Lession 23: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14

by Farhana Rahim on 2024-05-27 20:34:30 Last Updated by Farhana Rahim on2024-05-27 20:34:30

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1127


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14

51. Consonant- এর পর “BT”- এর উচ্চারণ ট্”, B উহ্য থাকে। যেমন-
Doubt (ডাউট)- সন্দেহ করা
Debt (ডেট)- ঋণ
Indebted (ইনডেট্যাড)- ঋণ

52. “PT” যদি word এর প্রথমে থাকে, তাহলে তার উচ্চারণ হয়ট্, P উহ্য থাকে। যেমন-
Pterodactyl (টেরোড্যাকটিল)- প্রাচীনকালের সরীসৃপ বিশেষ যা উড়তে পারত
Ptomaine (টোমেইন)- ক্ষারধর্মী পদার্থ বিশেষ
Ptosis (টোসিস)- চোখের পাতা ঝুলে পড়া
Ptyalin (ট্যায়ালিন)- এক প্রকারের এনজাইম
কিন্তু optical (অপটিক্যাল)- আলোক সম্বন্ধীয়

53.  কিন্তু LK এর আগে E বা U থাকলে L এর উচ্চারণ হবে । যেমন-
Bulky (বালকি)- বিশাল, ভারী
Bulk (বাল্ক)- ভারী বোঝা, আয়তন
Elk (এল্ক)- হরিণ বিশেষ
Hulk (হাল্ক)- বেসামাল জাহাজ, স্থুলতাবশত স্বচ্ছন্দে নড়াচড়া করতে অক্ষম লোক
Skulk (স্কাল্ক)- কাজ এড়ানো, বিপদের সময় অলক্ষ্যে সরে পড়া
Whelk (ওয়েল্ক)- পেঁচালো খোলসযুক্ত শামুক

54. Vowel- এর পর “DJ” এর উচ্চারণ D- এর জন্য উচ্চারণ আসবে না। যেমন-
Adjust (অ্যাজাস্ট)- সুবিন্যস্ত করা, ঠিক করা
Adjunct (অ্যাজাংকট)- সংযুক্ত বস্তু, বিবর্ধক শব্দ
Adjudge (অ্যাজাজ)- মীমাংসা করা, শাস্তি দেয়া
Adjacent (অ্যাজেসেন্ট)- নিকটবর্তী, সন্নিহিত, আসন্ন, কাছাকাছি
Adjudicate (অ্যাজুডিকেইট)- বিচারপূর্বক রায় দেয়া
Adjoin (অ্যাজয়ন)- সংযুক্ত করা
Adjourn (অ্যাজারন)- মূলতবী রাখা বা স্থগিত রাখা
Adjure (অ্যাজুয়ার)- দিব্যি, কছম বা কিরা দেয়া, সনির্বন্ধ অনুরোধ করা
Adjective (অ্যাজেকটিভ)- বিশেষণ পদ
Badge (ব্যাজ)- প্রতীক, চাপরাস, তকমা




Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।


Back | Main Page
Short Description: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14
Tag: সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14
You Also Like