by Farhana Rahim on 2024-05-18 00:28:24 Last Updated by Farhana Rahim on2024-05-18 00:28:24
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1295
Pronunciation
Pronunciation (প্রণানসিএশন) অর্থ হল- উচ্চারণ , ব্যক্তির উচ্চারণের ধরন, শব্দবিশেষের উচ্চারণ ইত্যাদি । এক্ষেত্রে Pronunciation হল শব্দবিশেষের উচ্চারণ ।
Consonant: যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে Consonant বলে । অথবা, যে বর্ণের উচ্চারণে মুখে কোথাও না কোথাও বাধা পায়, তাকে Consonant বলে ।
যেমনঃ B, C, D, F, G ইত্যাদি ।
Vowel: যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, তাকে vowel বলে ।
অথবা, যে বর্ণের উচ্চারণে মুখে কোথাও না কোথাও বাধা পায় না, তাকে vowel বলে ।
যেমনঃ A, E, I, O, U ইত্যাদি ।
ইংরেজি কোন শব্দ Vowel ছাড়া গঠিত হতে পারে না।
Semi-vowel: কিছু কিছু বর্ণ আছে যেগুলো Consonant হলেও Vowel এর মত কাজ করে।
যেমন: w, y.
by, my etc.
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।