by Farhana Rahim on 2024-05-27 21:35:20 Last Updated by Farhana Rahim on2024-05-27 21:35:20
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1119
8. শব্দের শেষে ce এবং ge থাকলে able এবং ous যুক্ত হলে বিশেষ বিশেষ ক্ষেত্রে e বিদ্যমান থাকে।
Notice + able = noticeable
Peace + able = peaceable
Change + able = changeable
Courage + ous = courageous
9. শব্দের শেষে ce এবং ge থাকা শব্দের c এবং g কোমল উচ্চারিত হলে, অন্য শব্দের সাথে মিশ্রণ এড়াতে e বিদ্যমান থাকে।
Singe + ing = singeing
[ singing এর সাথে মিশ্রণ এড়াতে।]
Swinge + ing = swingeing
[ swinging এর সাথে মিশ্রণ এড়াতে।]
10. শব্দের শেষে ee থাকলে তা বহাল থাকে।
See + ing = seeing
Agree + ment = agreement
11. শব্দের শেষে ie থাকলে ing যোগ করার সময় তা y হয়ে যায়।
Die + ing = dying
Tie + ing = tying
Lie + ing = lying
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।