by Farhana Rahim on 2024-05-27 21:32:46 Last Updated by Farhana Rahim on2024-05-27 21:32:46
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1132
1. এক syllable
বিশিষ্ট শব্দের শেষে একটি vowel + একটি consonant, এভাবে থাকলে এবং এদের পরে vowel দিয়ে শুরু হওয়া suffix (ed, er, ing, est etc) যোগ হলে শেষ consonant টি দুটি হয়ে যায়। যেমন-
Beg + ed = begged, Rob + er= robber
Run + ing = running, Sad + est = saddest.
But: Wish + ed = wished (two consonants)
Fear + ing + fearing (two vowels)
2. দুই বা ততোধিক syllable বিশিষ্ট শব্দের যদি শেষ syllable টি জোর দিয়ে উচ্চারিত হয়, তবে শেষ অক্ষরটি দুটি হবে। যেমন-
Begin + ing = beginning
Occur + ed = occurred
Permit + ed = permitted
Control + er =controller
3. শেষ syllable টি যদি জোর দিয়ে উচ্চারিত না হয় তবে consonant টি দুটি হবে না।
Benefit + ed = benefited
Suffer + ing = suffering
Exception: worship, kidnap, handicap
Worship + ed = worshipped
Handicap + ed = handicapped
Kidnap + er = kidnapper
Note: এই পেইজের সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা কপিরাইট আইন কঠোরভাবে মান্য করি। এই website এর কোনো content এর বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের মেইল করুন farhanarahim121212@gmail.com. আপত্তি সঠিক হলে আমরা content মুছে দেব।